Kolkata

সৌমিত্র চট্টোপাধ্যায়কে সাম্মানিক ডিলিট দিল প্রেসিডেন্সি

Published by
News Desk

অভিনেতা হিসাবে দীর্ঘকাল অতিবাহিত। এই মুহুর্তে বাংলা চলচ্চিত্র জগতের এক প্রবাদপ্রতিমে পরিণত হয়েছেন তিনি। তিনি সৌমিত্র চট্টোপাধ্যায়। মঙ্গলবার তাঁর হাতে ডিলিট সম্মান তুলে দিল প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়। প্রেসিডেন্সির উপাচার্য অনুরাধা লোহিয়া সৌমিত্র চট্টোপাধ্যায়ের হাতে সাম্মানিক ডিলিট তুলে দেন। এদিন ডিলিট হাতে পাওয়ার পর কার্যতই আপ্লুত দেখিয়েছে সৌমিত্রবাবুকে। স্মৃতির সরণি বেয়ে তিনি পৌঁছে যান তাঁর কলেজ জীবনে। যখন তাঁর কলেজ স্ট্রিট পাড়ায় যথেষ্ট যাতায়াত ছিল। তবে তিনি প্রেসিডেন্সির ছাত্র ছিলেন না।

এদিন এই অনুষ্ঠান হওয়ার কথা ছিল প্রেসিডেন্সির ডিরোজিও হলে। কিন্তু ছাত্র বিক্ষোভের জেরে সেখানে না হয়ে কিছুটা প্রথা ভেঙেই এই ডিলিট প্রদান অনুষ্ঠান হয় নন্দনে।

Share
Published by
News Desk

Recent Posts