ফাইল : সৌমিত্র চট্টোপাধ্যায়, ছবি - আইএএনএস
কলকাতা : ২৫ দিন পার করে এখনও হাসপাতালে কিংবদন্তী অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। আপাতত ভেন্টিলেশনে রয়েছেন তিনি। প্রায় সংজ্ঞাহীন অবস্থায় রয়েছেন তিনি। তাঁর মস্তিষ্ক সেভাবে সাড়া দিচ্ছেনা।
এরমধ্যে ২টি ডায়ালিসিস সম্পূর্ণ হয়েছে সৌমিত্র চট্টোপাধ্যায়ের। ডায়ালিসিসের পর তাঁর শারীরিক অবস্থার সামান্য হলে উন্নতি হয়েছে। তবে তা আশাব্যঞ্জক বলা যায়না। তবে সদর্থক ইঙ্গিত বটে।
এখনও ভেন্টিলেশনেই রয়েছেন সৌমিত্র চট্টোপাধ্যায়। তাঁকে নানাভাবে সারিয়ে তোলার চেষ্টা চালাচ্ছেন চিকিৎসকেরা।
ভাল ইঙ্গিত হল সৌমিত্র চট্টোপাধ্যায়ের জ্বরটা নেই। রক্তের প্লেটলেটও আর কমেনি। শুক্রবার আর তাঁর গ্যাসট্রোইন্টেসটাইনাল রক্তক্ষরণ হয়নি। এটাও ভাল খবর। তবে তাঁর রক্তে হিমোগ্লোবিনের মাত্রা এখনও কম। তাঁকে এখনও পর্যন্ত ২ বোতল রক্ত দিতে হয়েছে।
গত ৫ অক্টোবর সৌমিত্র চট্টোপাধ্যায়ের করোনা ধরা পড়ে। তখন তাঁর শারীরিক অবস্থার এত অবনতি হয়নি। কেবল জ্বর ছিল। পরে তাঁর করোনা নেগেটিভ এলেও শারীরিক অবস্থার অবনতি হতে থাকে।
করোনা চলে গেলেও করোনা পরবর্তী সমস্যা থেকে যায়। বিশেষত সৌমিত্র চট্টোপাধ্যায়ের মস্তিষ্ক কাজ করা অনেকটাই কমে যায়। তিনি চোখও মেলছিলেন না। এখন তার চেয়ে কিছুটা উন্নতি হয়েছে শরীরের।
যে অ্যান্টিবায়োটিক সৌমিত্র চট্টোপাধ্যায়কে দেওয়া হচ্ছে সেগুলিও কাজ করছে। ফলে ক্রমশ তাঁর শারীরিক অবস্থার উন্নতির আশা করছেন চিকিৎসকেরা। তবে কড়া পর্যবেক্ষণে রয়েছে ৮৫ বছরের এই অভিনেতা।
সৌমিত্র চট্টোপাধ্যায়কে সুস্থ করে তুলতে ১৫ সদস্যের একটি চিকিৎসক দল তৈরি করা হয়েছে। তাঁর স্নায়ুও কাজ করছিল না। সেদিকটাও মাথায় রেখেছেন চিকিৎসকেরা।
চিকিৎসকেরা এখন চাইছেন যাতে সৌমিত্রবাবুর স্নায়ুকে চাঙ্গা করে তোলা সম্ভব হয়। তাঁর মস্তিষ্কের কার্য ক্ষমতা ফিরিয়ে আনতে চেষ্টাও চালাচ্ছেন তাঁরা। মাঝে সৌমিত্র চট্টোপাধ্যায়কে তাঁর পছন্দের গান শুনিয়ে মিউজিক থেরাপিও দেন চিকিৎসকেরা।
গত ১ অক্টোবর ভারতলক্ষ্মী স্টুডিও-তে সৌমিত্র চট্টোপাধ্যায় শ্যুটিংয়ে যান। পরের শ্যুটিংয়ের দিন ধার্য হয়েছিল ৭ অক্টোবর। কিন্তু তার আগেই তাঁর করোনা রিপোর্ট হাতে আসে।
গত ৫ অক্টোবর সৌমিত্র চট্টোপাধ্যায় ভর্তি হন হাসপাতালে। প্রথম দিকে কিছুটা সুস্থ থাকলেও তারপর থেকে ক্রমশ তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। তাঁকে আইসিইউতে রাখা হয়।
অনেকে মনে করছেন শ্যুটিংয়ে বার হওয়ায় আক্রান্ত হয়ে থাকতে পারেন সৌমিত্র চট্টোপাধ্যায়। তাঁর দ্রুত আরোগ্য কামনা করছে গোটা টলিউড সহ তাঁর আপামর অনুরাগী।