Entertainment

সুস্থ হয়ে উঠছেন সৌমিত্র চট্টোপাধ্যায়

আরও কিছুটা সুস্থ হয়ে উঠলেন কিংবদন্তী অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। আগের দিনের চেয়ে এদিন আরও কিছুটা সুস্থ হয়েছেন তিনি। তাঁর মিউজিক থেরাপি চলছে।

Published by
News Desk

কলকাতা : আশঙ্কার কালো মেঘটা কাটতে শুরু করেছে। সুস্থ হয়ে উঠছেন সৌমিত্র চট্টোপাধ্যায়। বৃহস্পতিবারের পর শুক্রবার তাঁর শারীরিক অবস্থার আরও কিছুটা উন্নতি হয়েছে। তিনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন। তাঁকে মিউজিক থেরাপি দেওয়া হচ্ছে।

যে ধরনের গান তিনি পছন্দ করতেন সেসব গান তাঁকে শোনানো হচ্ছে। যার মধ্যে রয়েছে রবীন্দ্রসঙ্গীত ও সৌমিত্রবাবুর নিজের সিনেমার নানা গান। যাতে তিনি আরও দ্রুত সুস্থ হয়ে উঠতে পারেন।

সৌমিত্রবাবু চিকিৎসায় শুধু সাড়াই দিচ্ছেন না, মাঝেমাঝে চোখ মেলছেন। সাড়া দিচ্ছেন। ক্রমশ তাঁর এই শারীরিক উন্নতিতে খুশি চিকিৎসকেরা। তবে তাঁরা তাঁকে পর্যবেক্ষণেই রাখছেন। তাঁর শারীরিক অবস্থার প্রতি মুহুর্তের খোঁজ রাখছেন তাঁরা।

সৌমিত্রবাবুর রক্তে অক্সিজেন মাত্রা বৃদ্ধি পেয়েছে। তাঁর জ্বরটাও আর নেই। নতুন করে জ্বর আসেনি। গত মঙ্গলবার রাতে শেষ জ্বর এসেছিল। তারপর থেকে আর জ্বর নেই।

তাঁর কিডনি ও লিভার ফাংশন ক্রমশ ভাল হচ্ছে। ইউরেনাল ইনফেকশনটাও কমেছে। রক্তচাপও কমেছে। শ্বাস জনিত সমস্যার উন্নতি হয়েছে। সব মিলিয়ে ক্রমশ সুস্থ হচ্ছেন সৌমিত্র চট্টোপাধ্যায়।

গত বছর সৌমিত্রবাবু নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। তখন বেশ কয়েকদিন হাসপাতালে থাকার পর সুস্থ হয়ে ফেরেন তিনি।

গত ১ অক্টোবর ভারতলক্ষ্মী স্টুডিও-তে সৌমিত্র চট্টোপাধ্যায় শ্যুটিংয়ে যান। পরের শ্যুটিংয়ের দিন ধার্য হয়েছিল ৭ অক্টোবর। কিন্তু তার আগেই তাঁর করোনা রিপোর্ট হাতে আসে।

গত ৫ অক্টোবর সৌমিত্র চট্টোপাধ্যায় ভর্তি হন হাসপাতালে। প্রথম দিকে কিছুটা সুস্থ থাকলেও তারপর থেকে ক্রমশ তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। তাঁকে আইসিইউতে রাখা হয়।

১৫ সদস্যের একটি চিকিৎসক দল গঠন করা হয় সৌমিত্রবাবুর চিকিৎসার জন্য। অনেকে মনে করছেন শ্যুটিংয়ে বার হওয়ায় আক্রান্ত হয়ে থাকতে পারেন তিনি।

তাঁর দ্রুত আরোগ্য কামনা করছে গোটা টলিউড সহ তাঁর আপামর অনুরাগী। বাংলা সিনেমা জগতে সৌমিত্র চট্টোপাধ্যায় এক স্তম্ভ হয়ে রয়েছেন।

Share
Published by
News Desk