ফাইল : সৌমিত্র চট্টোপাধ্যায়, ছবি - আইএএনএস
কলকাতা : বর্ষীয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে আইসিইউতে স্থানান্তরিত করা হয়। একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি।
গত ৫ অক্টোবর সৌমিত্রবাবুর করোনা রিপোর্ট পজিটিভ আসার পর তাঁর পরিবারের লোকজন আর ঝুঁকি নেননি। ওদিনই তাঁকে হাসপাতালে ভর্তি করে দেন।
তারপর থেকে হাসপাতালেই রয়েছেন সৌমিত্রবাবু। করোনা নিয়ে ভর্তি রয়েছেন। চিকিৎসাও চলছিল। কিন্তু গত শুক্রবার তাঁর অবস্থার অবনতি হতে শুরু করে।
সৌমিত্র চট্টোপাধ্যায়ের শ্বাসকষ্ট শুরু হয়। কমতে থাকে শরীরে অক্সিজেনের মাত্রা। চিকিৎসকেরা পরিস্থিতি বিবেচনা করে আর ঝুঁকি নেননি। দ্রুত তাঁকে আইসিইউতে নিয়ে যাওয়া হয়।
এখন সেখানেই রয়েছেন তিনি। তবে আগের চেয়ে পরিস্থিতি স্থিতিশীল বলে জানতে পারা গেছে। তবে চিন্তায় রাখছে তাঁর অন্যান্য শারীরিক সমস্যা থাকাটা। ফলে চিকিৎসকের কঠোর পর্যবেক্ষণে রেখেছেন সৌমিত্রবাবুকে।
সৌমিত্র চট্টোপাধ্যায়ের শরীর করোনা ধরা পড়ার আগেও ভাল যাচ্ছিল না। সামান্য জ্বরও ছিল। গত ১ অক্টোবর ভারতলক্ষ্মী স্টুডিও-তে তিনি শ্যুটিংয়েও যান।
পরের শ্যুটিংয়ের দিন ধার্য হয়েছিল ৭ অক্টোবর। কিন্তু তার আগেই তাঁর করোনা রিপোর্ট হাতে আসে। ভর্তি হন হাসপাতালে। অনেকে মনে করছেন শ্যুটিংয়ে বার হওয়ায় আক্রান্ত হয়ে থাকতে পারেন সৌমিত্রবাবু।
এমনিতেই সৌমিত্রবাবুর ফুসফুসের সমস্যা রয়েছে। গত বছরই নিউমোনিয়া নিয়ে একটি হাসপাতালে ভর্তি করতে হয় তাঁকে। সেখানে বেশ কিছুদিন থাকার পর সুস্থ হয়ে ফেরেন তিনি। তারপর ফের এখন সৌমিত্রবাবু হাসপাতালে ভর্তি।
তাঁর শারীরিক অবস্থা নিয়ে পরিবারের পাশাপাশি উদ্বেগে রয়েছেন তাঁর অসংখ্য অনুরাগীও।
টলিপাড়ায় অবশ্য করোনা অতিমারি শুরুর পর বেশ কয়েকজন করোনায় আক্রান্ত হলেন। অভিনেত্রী কোয়েল মল্লিক মা হওয়ার পরই আক্রান্ত হন।
কোয়েল একা নন, তাঁর সঙ্গে তাঁর স্বামী নিসপাল সিং, তাঁর বাবা অভিনেতা রঞ্জিত মল্লিক ও কোয়েলের মা দীপা মল্লিকের করোনা রিপোর্ট পজিটিভ আসে। যদিও তাঁরা এখন সকলেই সুস্থ।
এরপর পরিচালক রাজ চক্রবর্তীরও করোনা ধরা পড়ে। তিনিও এখন সুস্থ। সিরিয়ালের কয়েকজন অভিনেতা করোনায় কাবু হয়েছে। আবার সুস্থ হয়ে কাজেও ফিরেছেন।