Entertainment

আত্মীয়রা মুখ ফিরিয়েছিলেন, সোনুর সাহায্যে নতুন জীবন পেলেন তরুণী

অভিনেতা সোনু সুদ তাঁদের কাছে দেবদূতের মত। বললেন নতুন জীবন ফিরে পাওয়া ২২ বছরের তরুণীর বাবা।

গোরক্ষপুর (উত্তরপ্রদেশ) : গত ফেব্রুয়ারি মাসে এক ভয়ংকর দুর্ঘটনার শিকার হন ওই তরুণী। তাঁর ২ হাঁটু নষ্ট হয়ে যায়। উত্থান ক্ষমতা চলে যায়। চিকিৎসকেরা তরুণীকে পরীক্ষা করার পর জানান যা পরিস্থিতি তাতে অস্ত্রোপচার ছাড়া গতি নেই। আর সেই অস্ত্রোপচার করতে কমপক্ষে দেড় লক্ষ টাকা খরচ। দরিদ্র পরিবারের কাছে দেড় লক্ষ টাকা জোগাড় করা অসম্ভব হয়ে দাঁড়ায়। আইনের ছাত্রী প্রজ্ঞার বাবা পেশায় পুরোহিত। তাঁর পক্ষে ওই টাকা জোগাড় করা সম্ভব হয়নি। মেয়েকে বাঁচাতে আত্মীয়দের কাছে হাত পাতেন তিনি। কিন্তু সকলেই মুখ ফিরিয়ে নেন। এরমধ্যে আবার লকডাউনও শুরু হয়ে যায়।

প্রজ্ঞার পরিবার তার মধ্যেই কয়েকজন রাজনৈতিক নেতাকে ধরে অর্থ জোগাড়ের চেষ্টা করে। কিন্তু তাতেও কাজ হয়নি। সবদিক থেকে অর্থ জোগাড় করতে ব্যর্থ প্রজ্ঞা ওই অবস্থাতেই বাড়িতে শুয়েছিলেন। যে অস্ত্রোপচার দ্রুত করা দরকার বলে চিকিৎসকেরা জানিয়েছিলেন, সেই অস্ত্রোপচার গত ৬ মাস ধরে পড়ে থাকে। অবশেষে প্রজ্ঞা তাঁর পরিস্থিতি জানিয়ে অভিনেতা সোনু সুদকে ট্যুইট করেন।

সোনু সুদ এই অতিমারিতে সমাজসেবামূলক যথেষ্ট কাজ করেছেন এবং করছেন। পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরানোর বিষয়ে তাঁর প্রচেষ্টা এখন সারা দেশ জানে। নিঃশব্দে সেবার কাজ চালিয়ে যাচ্ছেন তিনি। সেই সোনু সুদ প্রজ্ঞার ট্যুইট পেয়ে তাঁর পরিস্থিতি নিয়ে দিল্লির চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। তারপর আসে প্রজ্ঞার বাড়িতে ফোন। সোনু সুদ ফোন করে জানান তিনি প্রজ্ঞার পুরো অস্ত্রোপচারের দায়িত্ব নিচ্ছেন। তিনি দিল্লি যাওয়ার টিকিটও পাঠিয়ে দেন প্রজ্ঞার বাড়িতে। বাড়ির লোকজন প্রজ্ঞাকে ট্রেনে নিয়ে দিল্লি পৌঁছন। সেখানে সোনু সুদের লোকজন হাজির ছিলেন স্টেশনে। তাঁরাই প্রজ্ঞাকে হাসপাতালে নিয়ে যান। সেখানে তাঁর দ্রুত অস্ত্রোপচার হয়। এখনও হাসপাতালেই রয়েছেন প্রজ্ঞা। তবে তিনি ওয়াকার নিয়ে হাঁটছেন।

উত্তরপ্রদেশের গোরক্ষপুরের বাসিন্দা প্রজ্ঞা ও তাঁর পরিবারের কাছে এখন ভগবানের রূপ হচ্ছেন সোনু সুদ। প্রজ্ঞার বাবা জানিয়েছেন সোনু সুদ একজন দেবদূতের মত তাঁদের জীবনে এসেছেন। তাঁর মেয়ে সোনুর জন্য নতুন জীবন পেয়েছেন। তাঁরে সব শুভেচ্ছা সোনুর সঙ্গে থাকবে বলে জানিয়েছেন তিনি। সিনেমার পর্দায় সাধারণভাবে খলনায়কের চরিত্রেই অভিনয় করেন সোনু। তবে তাঁর এই সমাজসেবা, মানুষের পাশে দাঁড়ানো তাঁকে এখন নায়কের চেয়েও বড় জায়গা করে দিয়েছে মানুষের মনে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

মেঘের পিছনে স্ট্র্যাটোস্ফিয়ার ঘুরে এল রঙিন পুতুল, আকাশ থেকে কোথায় নামল সেটাই রহস্য

তাকে ফিরে পেতে এখন হন্যে হয়ে খুঁজছেন সকলে। যে সে পুতুল নয়। একাই স্ট্র্যাটোস্ফিয়ার ঘুরে…

November 26, 2025

২৭ বছর ধরে হেঁটে চলেছেন তিনি, হেঁটে পৃথিবী ভ্রমণ করতে গিয়ে সমুদ্রও হেঁটেই পেরিয়েছেন

২৭ বছরে কোনও যানবাহনে ওঠেননি তিনি। এমনকি কোনও নৌকা বা গরুর গাড়িতেও নয়। স্রেফ পায়ে…

November 26, 2025

মেষ রাশির বৃহস্পতিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২৭ নভেম্বর, ২০২৫

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

November 26, 2025

বৃষ রাশির বৃহস্পতিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২৭ নভেম্বর, ২০২৫

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

November 26, 2025

মিথুন রাশির বৃহস্পতিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২৭ নভেম্বর, ২০২৫

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

November 26, 2025

কর্কট রাশির বৃহস্পতিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২৭ নভেম্বর, ২০২৫

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

November 26, 2025