Entertainment

মানবসেবার পথ থেকে সরেননি সোনু সুদ, নিজের জন্মদিনে বিরাট খবর দিলেন বাস্তবের হিরো

পর্দায় অনেক সময়ই তাঁকে ভিলেনের চরিত্রে দেখা যায়। কিন্তু বাস্তব জীবনে তিনি সকলের হিরো। শুধু হিরো নন, সুপারহিরো। সেই সোনু সুদ ফের করলেন বড় ঘোষণা।

করোনার সময় যখন চারধার স্তব্ধ তখন পরিবার নিয়ে আতান্তর অবস্থার সম্মুখীন হয়েছিলেন দেশের বিভিন্ন প্রান্তে রুটিরুজির টানে যাওয়া হাজার হাজার পরিযায়ী শ্রমিক। কীভাবে নিজেদের বাড়িতে পৌঁছবেন সেটাও বুঝে উঠতে পারছিলেননা তাঁরা।

সেই সময় দেবদূতের মত তাঁদের পাশে এসে দাঁড়ান বলিউড তারকা সোনু সুদ। পর্দায় যাঁকে অধিকাংশ সময় ভিলেন হিসাবেই দেখতে পাওয়া যায়। সেই সোনু সুদ নিজের অর্থ খরচ করে বাস, গাড়ির ব্যবস্থা করে, যা খরচ তা দিয়ে বহু পরিযায়ী শ্রমিককে ঘরে ফেরান।

এছাড়াও সেই সময় কারও পড়ার খরচ, কারও চিকিৎসার খরচও দিয়ে দিয়েছিলেন সোনু। যতটা পেরেছিলেন সেই দুর্দিনে মানুষের পাশে এসে দাঁড়িয়েছিলেন।‌

সেই সময় খবরের কাগজের পাতায় শিরোনামে জায়গা করে নিয়েছিল তাঁর দরাজ মন আর মানবসেবার প্রতি তাঁর নিঃস্বার্থ পদক্ষেপ। সেই সোনু সুদ কিন্তু তাঁর সেই মনটাকে বাঁচিয়ে রেখেছেন সযত্নে। যার প্রতিফলন দেখতে পাওয়া গেল তাঁর জন্মদিনে।

সোনু সুদ তাঁর ৫২ তম জন্মদিনে একটি ৫০০ শয্যার বৃদ্ধাবাসের ঘোষণা করেছেন। যাঁদের বৃদ্ধ বয়সে দেখার কেউ নেই। একদম একা। তাঁদের এই বৃদ্ধাবাসে জায়গা দেওয়া হবে। এখানে তাঁরা একসঙ্গে আনন্দে জীবনের শেষদিনগুলো কাটাতে পারবেন।

বৃদ্ধাবাসে শুধু থাকার ব্যবস্থাই নয়, থাকবে আবাসিকদের জন্য স্বাস্থ্যকর খাবারের ব্যবস্থা। সেই সঙ্গে প্রত্যেকে প্রয়োজনীয় চিকিৎসার সুযোগ পাবেন এখানে।

নিজের খরচে সোনু সুদ এই বৃদ্ধ মানুষগুলোর জীবনকে সুন্দর করে তুলতে চান। এটাই হয়তো তাঁর জন্মদিনে নিজেকে দেওয়া শ্রেষ্ঠ উপহার। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *