Entertainment

জেল রেস্তোরাঁয় জন্ম নিল সোনু সুদের দানব থালি, ভিড় সামলানো দায়

সোনু সুদ অভিনেতা ছিলেন করোনার আগে পর্যন্ত। এখন তিনি কেবলই অভিনেতা নন, সমাজে এক অন্যই সম্মান তাঁর। এবার তাঁর থালি তৈরি করল বড় চমক।

Published by
News Desk

সোনু সুদ নামটা করোনার আগে পর্যন্ত হিন্দি বা দক্ষিণী সিনেমায় এক ভিলেনের চরিত্রে অভিনয় করা অভিনেতা ছিল। কিন্তু করোনার লকডাউনের সেই কঠিন দিনগুলোয় দিশেহারা পরিযায়ী শ্রমিকদের পাশে দাঁড়ান এই অভিনেতা। তাঁদের বাড়ি ফেরানো থেকে সেই যে মানুষের পাশে দাঁড়ানো শুরু করেন সোনু, তারপর থেকে এখনও সে কাজ অব্যাহত।

ইতিমধ্যেই ভারতে তাঁর নামে ৪টি মন্দির তৈরি হয়েছে। যেখানেই হাজির হন নায়কের সম্মান পান সোনু। সেই মানুষটাকে সম্মান জানিয়ে এবার জেল থিমের রেস্তোরাঁ তৈরি করল সোনু সুদ থালি। এখনও ভারতে তৈরি সবচেয়ে বড় থালি এটি। যা আত্মপ্রকাশ করল খোদ সোনু সুদের উপস্থিতিতে।

সোনু সুদ থালি এমন এক থালি যেটি একটা নিলে কমপক্ষে ১২ জন পেট ভরে খেতে পারবেন। খাবারও সুস্বাদু। আত্মপ্রকাশের পরই তা জোরদার হিট।

কারণ এখন হায়দরাবাদের গিসমত জেল মান্ডি রেস্তোরাঁয় বহু মানুষ হাজির হচ্ছেন আর অর্ডার করছেন সোনু সুদ থালি। পরিবার নিয়ে বহু মানুষ প্রতিদিন সোনু সুদ থালি চেখে দেখতে হাজির হচ্ছেন এই রেস্তোরাঁয়।

সোনু সুদ নিজেই এই থালির উদ্বোধনে উপস্থিত ছিলেন। সেখানে তাঁকে দেখামাত্র মানুষের ভিড় জমে যায়। অনেকেই সেলফি তোলেন তাঁর সঙ্গে।

অনেকেই সোনুকে তাঁর মহৎ হৃদয় ও মানবসেবামূলক কাজের জন্য অভিনন্দন ও শুভেচ্ছা জানান। তাঁকেই আসল হিরো বলে ব্যাখ্যা করেন সকলে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk