Entertainment

৮৭ হাজার বর্গফুটে শুধুই তিনি, কথা হারিয়ে ফেললেন সোনু সুদ

কথা না সরারই কথা। আর সেটাই হল। যে কারও হলেই এমনটা হত। তাই অভিনেতা সোনু সুদও তার বাইরে নন। ৮৭ হাজার বর্গফুট জুড়ে তখন কেবল তিনি।

Published by
News Desk

যাঁরা সিনেমা দেখেন তাঁরা সোনু সুদকে চিনতেন ঠিকই, তবে অভিনেতা হিসাবে। আর গোটা দেশ এমনকি বিদেশও সোনু সুদকে চিনল করোনাকালে। সেই কঠিন সময়ে পরিযায়ী শ্রমিক পরিবারগুলোর পাশে এসে হাত ধরলেন সোনু। তাঁদের পৌঁছে দিলেন বাড়িতে। কখনও বাস ব্যবস্থা করে, কখনও ট্রেনে, এমনকি কখনও বিমানেও পরিবারগুলোকে পৌঁছতে থাকলেন তিনি। সব খরচ তাঁর নিজের।

গোটা দেশ ধন্য ধন্য করতে শুরু করল সোনু সুদের এই মানবিক আচরণের। খুব অল্প সময়ের মধ্যেই রিলের অভিনেতা বাস্তবের নায়ক হয়ে উঠলেন।

এখনও সোনু সুদ অনেক মানুষের চোখেই এক সত্যিকারের মানুষের নাম। সেই সোনুকে এবার ৮৭ হাজার বর্গফুটে জায়গা করে দিলেন তাঁরই ভক্ত।

১টি পার্ক। পার্কের প্রায় পুরোটাই জুড়ে তখন রঙিন হয়ে উঠেছেন সোনু সুদ। সোনুর প্রতিকৃতি রঙ্গোলী দিয়ে করে ফেলেছেন এক শিল্পী।

বিপুল শিরিপাদ মিরাজকর নামে ওই ব্যক্তি পার্ক জুড়েই প্রায় সোনু সুদের সেই প্রতিকৃতি তৈরি করেছেন মাত্র কয়েকদিনে। ব্যবহার হয়েছে বিভিন্ন রংয়ের ৭ টন রঙ্গোলী পাউডার।

এটা দেখার পর কার্যত বলার ভাষা হারান সোনু। এতটাই আপ্লুত ছিলেন তিনি। প্রজাতন্ত্র দিবসে সামনে আসা ওই প্রতিকৃতি দেখতে এখন প্রতিদিন হাজার হাজার মানুষ ভিড় জমাচ্ছেন মহারাষ্ট্রের কোলাপুরের ওই পার্কে। সোনু সুদের ধারনা তাঁকে ভালবাসা ও শ্রদ্ধা জানিয়ে এই প্রতিকৃতি বিশ্বের সবচেয়ে বড় রঙ্গোলীর প্রতিকৃতিও হতে পারে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk