National

হাসপাতালে ভর্তি সনিয়া গান্ধী

Published by
News Desk

হাসপাতালে ভর্তি হলেন কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধী। ৭৩ বছর বয়সী সনিয়া গান্ধীকে রবিবার সন্ধে ৭টা নাগাদ দিল্লির একটি হাসপাতালে ভর্তি করা হয়। কদিন ধরেই তাঁর শরীর ভাল যাচ্ছিল না। তাঁর জ্বর রয়েছে। সেইসঙ্গে পেটের সমস্যাও রয়েছে। এই অবস্থায় রবিবার আর কোনও ঝুঁকি না নিয়ে তাঁকে হাসপাতালে ভর্তি করে তাঁর পরিবার।

হাসপাতালে সনিয়া গান্ধীকে ভর্তি করার সময় তাঁর সঙ্গে ছিলেন ছেলে রাহুল গান্ধী। ছিলেন মেয়ে প্রিয়াঙ্কা গান্ধী বঢরা। তাঁর শরীরের বর্তমান অবস্থার অবশ্য এখনও কোনও খোঁজ মেলেনি। তবে তাঁর শরীর যে খারাপ ছিল তা গত শনিবার থেকেই স্পষ্ট। কারণ ওইদিন বাজেট পেশ থাকা সত্ত্বেও তিনি সংসদে হাজির ছিলেননা।

দিল্লির স্যার গঙ্গারাম হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়েছে। হাসপাতালের তরফে অবশ্য বলা হয়েছে সনিয়া গান্ধীকে রুটিন চেকআপের জন্যই হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে কংগ্রেসের তরফে রবিবার কোনওভাবে আনুষ্ঠানিকভাবে কিছু ঘোষণা করা হয়নি। তবে সনিয়া গান্ধীর অসুস্থতার খবর পেয়ে কংগ্রেস নেতারা বিভিন্ন জায়গায় ফোন করে তাঁর শরীরের অবস্থা জানার চেষ্টা করেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk