National

এপ্রিল থেকে এখনও পর্যন্ত কি হয়েছে জানান, প্রধানমন্ত্রীকে সনিয়া

চিনের সঙ্গে সীমান্তে জটিলতা সৃষ্টির পর থেকে এখনও পর্যন্ত কী কী হয়েছে তা বিস্তারিতভাবে প্রধানমন্ত্রীকে জানাতে বললেন কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধী।

Published by
News Desk

নয়াদিল্লি : লাদাখে চিনের আগ্রাসন ও ভারতীয় জওয়ানদের মৃত্যুর পর উদ্ভূত পরিস্থিতির কথা মাথায় রেখে প্রধানমন্ত্রী এদিন বিকেলে সর্বদল বৈঠকের ডাক দেন। সেই বৈঠকে যোগ দিয়ে কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধী প্রধানমন্ত্রীর কাছে এপ্রিল থেকে এখনও পর্যন্ত কী কী হয়েছে তা বিস্তারিতভাবে জানতে চান। সেইসঙ্গে তিনি প্রধানমন্ত্রীকে বলেন যে ভারতীয় ভূখণ্ড থেকে চিনা সেনাকে সরানো নিশ্চিত করতে হবে প্রধানমন্ত্রীকে। এই নিশ্চয়তা গোটা দেশ চাইছে বলে জানান সনিয়া।

সনিয়া এদিন আরও জানতে চান এর পরে কী? এবার সরকার কী করতে চায়? সরকারের পরবর্তী পদক্ষেপ কী হতে চলেছে? কবে চিনা সেনা লাদাখে অ্যাকচুয়াল লাইন অফ কন্ট্রোল পার করে ঢুকে পড়ল সেটাও জানতে চান সনিয়া গান্ধী। জানতে চান, রিপোর্টে বলা হচ্ছে ৫ মে চিনা সেনা ঢোকে। দিনটা সত্যিই কী ৫ মে, নাকি তার আগেই চিনা সেনা ভারতে প্রবেশ করেছে। লাদাখ পরিস্থিতি নিয়ে বিরোধীদের প্রাত্যহিক কী হল না হল তা জানানোর অনুরোধও করেন সনিয়া গান্ধী।

শুক্রবারের বৈঠকে সনিয়া গান্ধী ছাড়াও ছিলেন বিভিন্ন বিরোধী দলের প্রতিনিধিরা। তবে বৈঠকে ডাক পায়নি আপ এবং আরজেডি। আরজেডি ডাক না পাওয়ায় ক্ষুব্ধ লালুপ্রসাদ যাদবের দল। তবে এদিনের বৈঠকে তাদেরই ডাক দেওয়া হয় যে দলের ৫ জনের বেশি সাংসদ রয়েছেন। এদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমে বৈঠকে থাকা নিয়ে কিছু না জানালেও পরে তিনি জানান দেশের স্বার্থের কথা বিবেচনা করে বৈঠকে তিনি থাকবেন। এদিন তিনি বৈঠকে যোগও দেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk