Entertainment

সাত পাকে বাঁধা পড়তে চলেছেন সোনম?

Published by
News Desk

২০১৭-র শেষটা জমে উঠেছিল বিরুষ্কার জমকালো বিয়ে নিয়ে। ২০১৮-য় পা দিতে না দিতেই বলিউড তারকদের বিয়ের গুঞ্জনে কান পাতা দায়। রণবীর-দীপিকা, টাইগার শ্রফ-দিশা পাটানি। একের পর এক জুটিকে বিয়ের আঙিনায় দেখা যেতে পারে বলে গুঞ্জন অব্যাহত। এরমধ্যেই এবারে সানাই বাজার খবর ‘মি: ইন্ডিয়া’-র ঘরে। আগামী এপ্রিলেই নাকি শ্বশুরমশাই পদে অধিষ্ঠিত হতে চলেছেন তিনি! তবে বিয়ের অনুষ্ঠান ঘরে নয়, আয়োজিত হবে রাজস্থানের যোধপুরে উমেদ ভবন রাজপ্রাসাদে। সেখানে ৫-৬ দিন ধরে কন্যাপক্ষ ও বরপক্ষ মেতে উঠবেন বিয়ের অনুষ্ঠানে। জমকালো অনুষ্ঠানে ৩০০ জন ঘনিষ্ঠ অতিথি দম্পতিকে আশীর্বাদ জানাতে উপস্থিত হবেন। বলিউডে কান পাতলে নাকি এমনই শোনা যাচ্ছে।

শোনা যাচ্ছে দীর্ঘদিনের ‘গোপন’ প্রেমিক ব্যবসায়ী আনন্দ আহুজার সঙ্গেই গাঁটছড়া বাঁধতে চলেছেন অনিল তনয়া। ২০১৬ সালে অক্ষয় কুমারের ‘রুস্তম’ ছবির সাফল্য উদযাপনের পার্টিতে প্রথম একসঙ্গে দেখা যায় সোনম ও আনন্দকে। তারপর থেকে তাঁদের সম্পর্কের বিষয়ে সরাসরি কিছু বলেননি সোনম। তবে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে গেছেন একের পর এক ছবি। ‘লাভ বার্ড’-রা এবারে দেশের মাটিতেই তাঁদের শুভবিবাহ সম্পন্ন করতে চলেছেন। এমন খবরই এখন ভেসে বেড়াচ্ছে বলিউডের আনাচে-কানাচে।

(ছবি – সৌজন্যে – ইন্সটাগ্রাম)

Share
Published by
News Desk
Tags: Sonam Kapoor

Recent Posts