Entertainment

নিজের চুল দান করলেন অনিল কাপুরের মেয়ে, কতটা চুল কেটে দান করলেন

চুল সুন্দর রাখতেও অনেক সময় চুল কেটে ফেলার দরকার পড়ে। তবে অনিল কাপুরের মেয়ে সোনম কাপুর এক ঢিলে ২ পাখি মারলেন।

Published by
News Desk

সোনম কাপুর নিজেই স্বীকার করেন তাঁর চুল ঘন, মোটা এবং লম্বা। সেই সঙ্গে যত্নের জেরে চুলের জেল্লাও নজরকাড়া। তাঁর চুলের যত্ন নেওয়ার জন্য একজন হেয়ার স্টাইলিস্ট রয়েছেন। তাঁর সঙ্গে কথা বলেই সোনম একটি পদক্ষেপ করলেন।

সোনম চুল কিছুটা হলেও কেটে ফেললেন। তবে তাঁর দাবি তিনি যে চুল কেটে ফেলেছেন তা বোঝা যাবেনা। কিন্তু চুলের ডগা অনেকটাই কেটে ফেলেছেন। কতটা কেটেছেন? সোনম সেটাও জানিয়েছেন।

তিনি জানান ১২ ইঞ্চি চুল তিনি কেটে ফেলেছেন। তবে সে চুল তিনি ফেলে দেননি। তিনি সেই চুল দান করেছেন। তাঁর স্বাস্থ্যকর চুল দান যোগ্য। সোনম নিজেই বলেন, তাঁর চুল পারিবারিকভাবেই সুন্দর, লম্বা ও স্বাস্থ্যকর।

সোনম কাপুর একজন স্টাইলিস্ট। নানা লুকে তিনি মোহময়ী হয়ে ওঠেন। অনেক পত্রিকার কভার পেজে জায়গা করে নেওয়া সোনম কাপুর এবার ফের এক নতুন লুক খুঁজছিলেন। সেটা পেতে তিনি চুল কাটার সিদ্ধান্তটা নেন।

সেই ভাবনা থেকে একটা নতুন লুক পেতে ১২ ইঞ্চি চুল কেটে ফেলেন। তারপর তা সযত্নে সংরক্ষণ করে দানও করেন। যা তাঁর ভাল লেগেছে বলেই সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন এই বলি তারকা।

প্রসঙ্গত সোনম কাপুরকে এরপর দেখা যেতে চলেছে ব্যাটল অফ বিট্টোরা-তে। যেটি ২০১০ সালের একটি উপন্যাস অবলম্বনে তৈরি। এটি ২ রাজনীতিবিদের গল্প। যারা একে অপরকে ভালবাসে। আবার তারা একে অপরের বিরুদ্ধে ভোটের ময়দানেও লড়ছ। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk