Entertainment

লোকের মুখ বন্ধ করতে ঋতুস্রাবের প্রথম দিন নিয়ে অকপট সোনম

প্রায় জ্বালিয়ে খাচ্ছিলেন সকলে। সেই রটনায় কার্যত দাঁড়ি টানলেন বলিউড অভিনেত্রী সোনম কাপুর। তাঁর ঋতুস্রাবের প্রথম দিন নিয়ে অকপট হলেন সোনম।

Published by
News Desk

প্রথম দিকে দেখেও দেখছিলেন না। শুনেও শুনছিলেন না। এড়িয়ে চলছিলেন লোকজনের প্রশ্নবাণ। তবে সকলেরই তো একটা সহ্যের সীমা থাকে। কতদিন আর মুখ বন্ধ করে থাকা যায়!

এদিকে রটনার তো শেষ নেই। আর তা উত্তরোত্তর বেড়েই চলেছে। এই অবস্থায় একদম খোলাখুলি সামনে এলেন বলিউড তারকা সোনম কাপুর। অনিল কাপুরের মেয়ে সরাসরি সোশ্যাল মিডিয়াকে বেছে নিয়েছেন জবাব দিতে।

সোনম কাপুর লন্ডন থেকে ভারতের মাটি ছোঁয়ার পর থেকেই শুরু হয় নেটিজেনদের প্রশ্নবাণ। সকলের একটাই প্রশ্ন, তিনি কী সন্তানসম্ভবা? মা হতে চলেছেন সোনম?

এই প্রশ্ন শুনতে শুনতে অবশেষে সোনম গুজবে লম্বা দাঁড়ি টানলেন খোলাখুলি নিজের মাসিকের প্রথম দিন নিয়ে আলোচনা করে।

সোশ্যাল মিডিয়ায় সোনম কাপুর একটি ভিডিও ক্লিপ নিয়ে হাজির হয়েছেন। যেখানে তিনি আদা চায়ে চুমুক দিচ্ছেন। সঙ্গে রয়েছে একটি গরম জলের বোতল।

সোনম জানিয়েছেন দিনটা তাঁর মাসিকের প্রথম দিন। আর ঋতুস্রাবের এই প্রথম দিনে তাঁর সঙ্গী আদা চা ও গরম জল।

সাধারণত মেয়েরা ঋতুস্রাব নিয়ে এমন খোলাখুলি আলোচনা করতে ইতস্তত বোধ করেন। কিন্তু সোনম খোলাখুলি নিজের মাসিকের প্রথম দিনের কথা সকলকে জানালেন।

বলা ভাল সোনম একটা রটনায় দাঁড়ি টানতে বাধ্য হলেন তাঁর ব্যক্তিগত শারীরিক বিষয়টিকে জনসমক্ষে তুলে আনতে।

এতে অবশ্য কাজ হয়েছে। বন্ধ হয়েছে রটনা। সোনম কাপুরকে আগামী দিনে দেখা যাবে ‘ব্লাইন্ড’ সিনেমায়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk