Entertainment

তিনি সন্তানসম্ভবা, জানতেন না বিখ্যাত নায়িকা, সেই অবস্থায় কি করেছিলেন তিনি

তিনি যে সন্তানসম্ভবা সেকথা জানতেন না তিনি। সেই অবস্থায় তিনি কি করে ফেলেছিলেন সেকথা ফারাহ খানের সঙ্গে গল্প করার সময় বলে ফেললেন বিখ্যাত নায়িকা।

ফারাহ খান এসেছিলেন তাঁর বাড়িতে। একসঙ্গে গল্প হচ্ছিল। রান্নাও হচ্ছিল। সেই সময় তাঁরা নানা কথা বলার ফাঁকে আসে একটি গানের দৃশ্য শ্যুট করার কথা। গানের দৃশ্যটি ছিল একটি ডান্স নাম্বার। বোঝাই যাচ্ছে এধরনের নাচে শরীরী বিভঙ্গের দরকার পড়ে।

সোনালি বেন্দ্রে তখন বলিউডের দাপুটে নায়িকা। ফারাহ খানের কথায় সোনালিকে তখন দেখতে একদম সিনেমার হিরোইনদের মতই। সে সময় তিনি একটি মারাঠি সিনেমার চটুল গান ‘চম চম করতা’-র সঙ্গে নাচের শ্যুট করছিলেন। অথচ সে সময় সোনালি সন্তানসম্ভবা।


সেকথা সোনালি আবার জানতেন না। সেটাই তিনি ওই গানের তালে নাচের কথা উঠতে ফারাহ খানের কাছে স্বীকার করে নেন। সোনালি বেন্দ্রে বিয়ে করেন সিনেমা জগতেরই মানুষ গোল্ডি বেহল-কে। তাঁদের ২০০২ সালে বিয়ে হয়। এই গানটির শ্যুটিং হচ্ছিল ২০০৪ সালে।

তখন সোনালি সন্তানসম্ভবা। ২০০৫ সালে তাঁর সন্তানের জন্ম হয়। কিন্তু সেই গানটির প্রসঙ্গ ভুলতে পারেননি সোনালি। কারণ তিনি না জেনেই সেদিন সেই গানের তালে নেচেছিলেন। জানতেন না তিনি মা হতে চলেছেন। সেই অবস্থায় পুরো নাচটা তিনি শ্যুট করেছিলেন।


সোনালি বেন্দ্রে একটা সময় একের পর এক হিট ছবি উপহার দিয়েছেন বলিউডকে। ডুপ্লিকেট, হাম সাথ সাথ হ্যায়, সরফরোশ, মেজর সাব সহ একের পর এক সিনেমায় সোনালি বেন্দ্রে নায়িকা হিসাবে দেশের মানুষের মনে জায়গা করে নেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button