Entertainment

কেমোথেরাপির জন্য দৃষ্টিশক্তি অদ্ভুত কাণ্ড করছে, জানালেন সোনালি

Published by
News Desk

ক্যানসার আক্রান্ত রোগীকে কেমোথেরাপি দেওয়া নতুন কিছু নয়। এটা ক্যানসার চিকিৎসার অঙ্গ। ফলে ক্যানসার আক্রান্ত সোনালি বেন্দ্রে বহেলকেও সেই একই চিকিৎসা নিতে হচ্ছে। তাঁর চিকিৎসা চলছে আমেরিকায়। সেখান থেকে সোনালি মাঝেমধ্যেই সোশ্যাল মিডিয়ায় নিজের শারীরিক অবস্থার আপডেট দেন। ছবি দেন। সোনালি জানিয়েছেন, ইদানিং কেমোথেরাপির জন্য তাঁর দৃষ্টিশক্তিতে সমস্যা হচ্ছে। দৃষ্টিশক্তি এক এক সময় এক এক রকম কাণ্ড করছে।

সোনালি জানিয়েছেন, একটি বই পড়তে বসে তিনি বুঝতে পারেন তিনি পরিস্কার করে দেখতে পাচ্ছেননা। বই পড়তেই পারছেননা। দৃষ্টিশক্তি যেন ক্রমশ হারিয়ে যাচ্ছে। পরে অবশ্য তিনি ফের চোখে দেখতে পেতে শুরু করেন। সোনালি জানাচ্ছেন, না দেখতে পেয়ে তিনি আতঙ্কিত হয়ে পড়েন। কিন্তু তার কিছুক্ষণ পর ফের সবকিছু পরিস্কার দেখতে পেয়ে খুশি তিনি।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

Share
Published by
News Desk