Entertainment

সলমনের সঙ্গে তাঁর সমীকরণ নিয়ে মুখ খুললেন সোনাক্ষী

Published by
News Desk

সলমন খানের সঙ্গেই তাঁর প্রথম সিনেমা দাবাং। সেই সিনেমা করতে গিয়ে সলমন খানের সঙ্গে তাঁর যে সমীকরণটা তৈরি হয়ে গেছে তা কখনও বদলাবে না। সে জীবনে তিনি যেখানেই যান না কেন। যত সিনেমাই করুন না কেন। অভিনেত্রী হিসাবে যত সম্মানই অর্জন করুন না কেন। স্পষ্ট জানিয়ে দিলেন বলিউডের অন্যতম সুন্দরী নায়িকা সোনাক্ষী সিনহা। শত্রুঘ্ন কন্যার সঙ্গে নাকি সলমন খানের বিয়ে হতে চলেছে! এমন এক গুঞ্জন বলিউডে কান পাতলেই শোনা যাচ্ছিল। তেমন কিছু কী তবে সোনাক্ষীরও কানে গেছে!

সোনাক্ষী বলেছেন, ১০ বছর আগে যখন তিনি দাবাং এ অভিনয় করছেন তখন তিনি অভিনয় জানতেন না। সে সময় সলমন তাঁকে অনেকটাই সাহায্য করেন বলে জানিয়েছেন সোনাক্ষী। সেই সলমন খানের সঙ্গে ফের দাবাং এর সিকুয়েল দাবাং ৩-এ অভিনয় শুরু করেছেন তিনি। এখানেও তিনি পর্দায় চুলবুল পাণ্ডের স্ত্রী রজ্জোর ভূমিকায়। মাহেশ্বরে শ্যুটিংও চলছে।

সোনাক্ষীর একটি সিনেমা ‘কলঙ্ক’ মুক্তি পেতে চলেছে। সেজন্য দাবাং ৩-এর শ্যুটিংয়ের ফাঁকেই সিনেমার প্রমোশনে মুম্বইতে এসেছেন তিনি। ফের ফিরবেন দাবাং ৩-এর শ্যুটিংয়ে। দাবাং ৩ মুক্তি পাবে চলতি বছরের ডিসেম্বরে।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

Share
Published by
News Desk

Recent Posts