Entertainment

বিয়ের পর স্বামীর কাছ থেকে চোখ ধাঁধানো উপহার পেলেন সোনাক্ষী

বলিউড তারকা সোনাক্ষী সিনহা ও অভিনেতা জাহির ইকবাল বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। তাঁদের সেই বর্ণোজ্জ্বল বিয়ের পর স্বামীর কাছ থেকে এক চোখ ধাঁধানো উপহার পেলেন সোনাক্ষী।

Published by
News Desk

বাবা বলিউডে নিজের একটা আলাদা ছাপ রেখেছেন। তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহা তারকা অভিনেতা হিসাবে বলিউডে চিরকাল আলাদা করে উচ্চারিত হবেন। তাঁর মেয়ে হিসাবে সোনাক্ষী সিনহা বাবার মুখ রেখেছেন। তিনিও বলিউডে একাধিক হিট ছবি উপহার দিয়েছেন।

সেই সোনাক্ষী সিনহা ৭ বছর প্রেম করার পর অবশেষে বিয়ে করলেন অভিনেতা জাহির ইকবালকে। তাঁদের সেই ঝলমলে বিয়ের আসর বসেছিল সোনাক্ষীর নতুন কেনা ফ্ল্যাটে।

গত রবিবার সেখানেই চারহাত এক হয়ে যায়। মুম্বই শহরের অন্যতম বর্ধিষ্ণু জায়গা বান্দ্রা ওয়েস্ট-এ হালেই একটা ফ্ল্যাট কিনেছেন সোনাক্ষী। ৪ হাজার ২১০ বর্গফুটের বিশাল ফ্ল্যাট।

গত সেপ্টেম্বর মাসে কেনা ৩৬ তলার উপরে সমুদ্রের দিকে মুখ করা সেই ১১ কোটি টাকার ফ্ল্যাটেই সোনাক্ষী বিয়ে করলেন জাহিরকে। বিয়েতে জাহিরও অবশ্য তাঁর নববধূকে বেশ তাক লাগানো উপহার দিয়েছেন।

জাহির সোনাক্ষীকে একটি বিলাসবহুল গাড়ি উপহার দিয়েছেন। ২ কোটি টাকা দামের বিএমডব্লিউ আই৭ ইলেকট্রিক সিডান গাড়িটি তাঁর স্ত্রীকে উপহার হিসাবে দিয়েছেন জাহির।

নবদম্পতি তাঁদের বিয়ের রিসেপশন অনুষ্ঠানটির আয়োজন করেছিলেন মুম্বইয়ের লিঙ্কিং রোডে অভিনেত্রী শিল্পা শেঠীর বিলাসবহুল রেস্তোরাঁ ‘বাস্তিয়াঁ’-তে। সেখানে নিমন্ত্রিত ছিলেন বলিউড তারকারা সহ ২ পরিবারের আত্মীয় বন্ধু।

সেই অনুষ্ঠানে ওই নতুন গাড়িতে করেই সোনাক্ষী ও জাহির হাজির হন। গাড়ির পিছনের সিটে একে অপরের হাত ধরে বসেছিলেন তাঁরা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk