ফাইল : সোনাক্ষী সিনহা ও জাহির ইকবাল, ছবি - আইএএনএস
তাঁদের ৭ বছরের সম্পর্ক। এবার সেই প্রেমের সম্পর্ক বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছে। শোনা যাচ্ছিল মেয়ে মুসলিম পাত্র বেছে নেওয়ায় নাকি আপত্তি ছিল তারকা পিতা শত্রুঘ্ন সিনহার। কিন্তু সেই জল্পনায় জল ঢেলে দিয়েছেন শত্রুঘ্ন নিজেই।
হবু জামাইকে নিয়ে হাসিমুখে একসঙ্গে ছবি তুলে তিনি মেয়ের বিয়ের আগে কোনও জল্পনার অবকাশ রাখেননি। বরং তিনি যে এই বিয়েতে খুশি তা পরিস্কার করে দেওয়ার চেষ্টা করেছেন শত্রুঘ্ন।
বিয়ে রবিবার। তার আগে অনেকেরই প্রশ্ন ছিল বিয়ের পর কি বলিউড তারকা সোনাক্ষী সিনহা স্বামীর ধর্ম গ্রহণ করবেন? এ প্রশ্নের উত্তর সরাসরি সোনাক্ষী বা তাঁর বাবা না দিলেও এবার বিষয়টি নিয়ে মুখ খুলেছেন জাহির ইকবালের পিতা ইকবাল রতনসি।
হবু পুত্রবধূ ধর্ম বদলাচ্ছেন না বলে জানিয়ে দিয়েছেন ইকবাল রতনসি। তিনি সাফ জানিয়েছেন তাঁর পুত্রবধূ কোনও ধর্ম বদল করছেননা। তাহলে বিয়ে কোন মতে হবে, হিন্দু রীতি মেনে নাকি মুসলিম রীতি মেনে? সে প্রশ্নের উত্তরও দিয়েছেন রতনসি।
তিনি জানিয়ে দিয়েছেন, না হিন্দু মতে, না মুসলিম মতে, সিভিল ম্যারেজের মধ্যে দিয়ে একে অপরের জীবনসঙ্গী হবেন জাহির ও সোনাক্ষী। রতনসি পরিস্কার করে দিয়েছেন এ বিয়েতে ধর্মের কোনও ভূমিকা নেই।
সোনাক্ষী ও জাহির রবিবার বিয়ের পর একটি অনুষ্ঠান করছেন। সেটি হবে মুম্বইয়ে অভিনেত্রী শিল্পা শেঠীর বিলাসবহুল রেস্তোরাঁ বাস্তিয়াঁ-তে। সেখানে বলিউডের অনেক তারকাই উপস্থিত থাকবেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা