Kolkata

পূর্বসূরিকে শ্রদ্ধা উত্তরসূরি সাংসদের

Published by
Shaoni Dutta

লোকসভার প্রাক্তন স্পিকার সোমনাথ চট্টোপাধ্যায়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সমস্ত রাজনৈতিক দলের নেতারাই। সকলেই এক কথায় মেনে নেন সোমনাথবাবু সমস্ত রাজনৈতিক দলের উর্দ্ধে থাকা একজন মানুষ। ট্যুইটারে তাঁকে শ্রদ্ধা জানালেন বোলপুরের বর্তমান সাংসদ অনুপম হাজরা।

শেষবার বোলপুর লোকসভা কেন্দ্র থেকে সাংসদ নির্বাচিত হন সোমনাথবাবু। বর্তমানে সেই লোকসভারই তৃণমূল সাংসদ অনুপম হাজরা। সিপিএম থেকে সোমনাথবাবুর বহিষ্কারের পর বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা তাঁর দ্বারস্থ হয়েছেন বিভিন্ন সময়ে। ব্যতিক্রম নন অনুপমবাবুও।

ট্যুইট বার্তায় আবেগঘন অনুপম হাজরা বলেন যে তিনি অনেক সময়ই বলে থাকেন যে তিনি সোমনাথবাবুর লোকসভা কেন্দ্রের প্রতিনিধিত্ব করেন। যখনই তিনি কোনও সাহায্য চেয়েছেন, পাশে থেকেছেন সোমনাথবাবু। সব রাজনৈতিক দলেই তাঁর মতো একজন রাজনৈতিক অভিভাবক থাকা প্রয়োজন।

Share
Published by
Shaoni Dutta