Kolkata

সোমনাথ চট্টোপাধ্যায়ের প্রয়াণ, ট্যুইটে শোকবার্তা প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় ও প্রধানমন্ত্রীর

Published by
News Desk

লোকসভার প্রাক্তন স্পিকার ও দেশের দ্বিতীয় দীর্ঘকালীন সাংসদের প্রয়াণে শোকপ্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে সোমনাথবাবুর বলিষ্ঠ কণ্ঠের প্রশংসা করেন তিনি। প্রধানমন্ত্রী তাঁর ট্যুইট বার্তায় বলেন, প্রাক্তন সাংসদ ও স্পিকার সোমনাথ চট্টোপাধ্যায় একজন সাহসী মানুষ ছিলেন। তিনি একাধারে ভারতের সংসদীয় গণতন্ত্রকে সমৃদ্ধ করেছিলেন, অন্যদিকে দরিদ্র-নিপীড়িতদের ভালোর জন্য বলিষ্ঠ কণ্ঠ রব তুলেছিলেন।

ট্যুইটারে সোমনাথবাবুর মৃত্যুতে শোক প্রকাশ করেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ও। তিনি এই মৃত্যুতে একজন বন্ধুকে হারিয়ে ফেলার কথা বলেন। অন্যদিকে দেশের এক মহান সন্তানহানির কথা উল্লেখ করেন প্রণববাবু। তিনি উল্লেখ করেন, সোমনাথবাবু মানুষের ভালোর জন্য বদ্ধপরিকর ছিলেন। পাশাপাশি তাঁর দৃঢ় বিশ্বাস ছিল রাষ্ট্রীয় ঐক্যের ওপর।

Share
Published by
News Desk