SciTech

লাইন করে ৫টি গ্রহ, খালি চোখেই দেখা যাবে বিরল মহাজাগতিক বিস্ময়

জীবনে এমন এক মুহুর্ত কদিচ কখনও আসে। যখন খোলা চোখে আকাশে এক বিরল মহাজাগতিক দৃশ্য দেখার সুযোগ মেলে। এমন সুযোগ এল জুনে।

Published by
News Desk

মহাজাগতিক দৃশ্য দেখার লোভ মানুষের থাকেই। প্রাচীনকালে মহাজাগতিক বিস্ময়কে অনেক সময় ঈশ্বরের ক্রোধ বা আশির্বাদ হিসাবে দেখা হত। এখন সময় বদলেছে। এখন মহাজাগতিক বিস্ময় একটা স্বাভাবিক মহাজাগতিক ঘটনা।

যেমন এই জুনে ভোরের আকাশে দেখা মিলবে এমন এক বিস্ময়ের যা খালি চোখে দেখতে পাওয়া যাবে। এই সময় ৫টি গ্রহ লম্বা লাইনে পরপর অবস্থান করছে। একই লাইনে এসে পড়েছে সৌরমণ্ডলের ৫ গ্রহ বুধ, শুক্র, মঙ্গল, বৃহস্পতি ও শনি। খালি চোখে এদের একসঙ্গে এক লাইনে পরপর দেখতে পাওয়া অবশ্যই এক বিরল পাওনা।

এদের মধ্যে সবচেয়ে ভালভাবে দেখা যাবে বুধকে। তবে এজন্য ভোরের মুখে ঘুম থেকে উঠে নজর রাখতে হবে পূর্ব আকাশে। পুব আকাশে একবার সূর্যোদয় হয়ে গেলে কিন্তু আর বুধ গ্রহকে দেখা যাবেনা। তাই সতর্কভাবে ঠিক ভোর হওয়ার আগেই আকাশে নজর রাখতে হবে। সেখানে তখন ৫টি গ্রহকেই দেখতে পাওয়া যাবে।

এই ৫ গ্রহ দেখার পাশাপাশি আবার এদের মধ্যে বাড়তি পাওনা হিসাবে থাকবে চাঁদও। চাঁদ থাকবে শুক্র ও মঙ্গল গ্রহের মাঝখানে।

সারা মাস ভোরের মুখে খুব অল্প সময়ের জন্য দেখা গেলেও ৩টি দিন বেশি সময় দেখা যাবে এই বিস্ময়। ৩ ও ৪ জুন ছাড়াও এই বিস্ময় দেখা যেতে চলেছে ২৪ জুন।

ওইদিন ভোরের মুখে প্রায় ১ ঘণ্টা এই ৫ গ্রহকে এক লাইনে খালি চোখে দেখা যাবে। এর আগে ২০০৪ সালের ডিসেম্বরে এভাবে ৫ গ্রহকে এক লাইনে দেখা গিয়েছিল।

Share
Published by
News Desk