পিতৃপক্ষের শেষে ফের রাতের আকাশে মহাজাগতিক বিস্ময়, দেখার সুবিধা করে দেবে অমাবস্যা
আর কিছু সময়ের অপেক্ষা। তারপরই রাতের আকাশে দেখা যাবে এক মহাজাগতিক বিস্ময়। মানুষকে তা দেখার সুবিধা করে দেবে অমাবস্যা।

রাতের আকাশে ফের মহাজাগতিক বিস্ময় দেখার সুযোগ। মহালয়ার দিন পিতৃপক্ষের শেষ। ওইদিন অমাবস্যা। সামনেই দুর্গাপুজো। মহালয়া পার করা মানেই দুর্গাপুজোর উৎসবের ঢাকে কাঠি পড়া। সেই মহালয়ার রাতেই মহাকাশে পৃথিবীর সবচেয়ে কাছে চলে আসবে এক গ্রহ।
সন্ধে নামলে পূর্বদিকের আকাশে নজর করলে এই গ্রহকে দেখতে পাওয়া যাবে। এ এক বিরল সুযোগ। পৃথিবীর সবচেয়ে কাছে চলে আসবে শনিগ্রহ। সূর্যের সংসারের দ্বিতীয় বৃহত্তম গ্রহ।
২১ সেপ্টেম্বর পৃথিবী, সূর্য এবং শনিগ্রহ একটি সরলরেখায় অবস্থান করবে। পৃথিবী থাকবে সূর্য ও শনিগ্রহের মাঝখানে। এই পরিস্থিতি তৈরি হলে পৃথিবীর সঙ্গে সবচেয়ে কম দূরত্বে অবস্থান করে শনিগ্রহ।
ফলে তাকে বাকি সময়ের চেয়ে অনেক বেশি উজ্জ্বল ও বড় দেখতে লাগে। তাই এই দিন শনিগ্রহকে দেখার সুযোগ হাতছাড়া করা উচিত নয়। ১ কোটি ২৮ লক্ষ কিলোমিটার দূরত্বে এদিন অবস্থান করবে শনিগ্রহ। প্রসঙ্গত শনিগ্রহ পৃথিবীর চেয়ে ৯ গুণ বড়।
রাতের আকাশে শনিগ্রহকে দেখতে গেলে বিশেষজ্ঞেরা পরামর্শ দিচ্ছেন অন্ধকারে প্রথমে ২০ থেকে ৩০ মিনিট কাটাতে। যাতে অন্ধকারের সঙ্গে চোখটা মানিয়ে নিতে পারে। এরমধ্যে মোবাইল বা অন্য কোনও আলোর দিকে তাকালে হবেনা।
অমাবস্যা থাকায় চাঁদের উজ্জ্বলতা বা চাঁদের আলো কোনওভাবে সমস্যা তৈরি করবেনা। আধঘণ্টা আশপাশে আলো ছাড়া কাটানোর পর আকাশের দিকে তাকালে দেখা যাবে সেই বিরল দৃশ্য। দেখা যাবে শনিগ্রহকে। তবে ভাল ভাবে দেখতে গেলে দূরবীন বা টেলিস্কোপ সঙ্গে থাকলে ভাল।