SciTech

সূর্যের সংসারে আরও এক বামন গ্রহের সন্ধান পেলেন বিজ্ঞানীরা, প্লুটো থেকেও অনেক দূরে

সূর্যের সংসার অর্থাৎ সৌরমণ্ডলে এখন রয়েছে ৮টি গ্রহ ও ১টি বামন গ্রহ। প্লুটো বামন গ্রহ বলে পরিচিত। আরও ১টি বামন গ্রহের সন্ধান পেলেন বিজ্ঞানীরা।

Published by
News Desk

সৌরমণ্ডলের ব্যাপ্তি কি বাড়ছে? বিজ্ঞানীরা এবার যে আবিষ্কার করলেন তা সেদিকেই ইঙ্গিত করছে। এখন সৌরমণ্ডলে গ্রহের সংখ্যা ৮টি। একদম শেষে রয়েছে বামন গ্রহ প্লুটো। যা সূর্যকে প্রদক্ষিণ করে চলেছে।

এখানেই সৌরমণ্ডলের শেষ বলে মনে করা হলেও এবার যে আবিষ্কার সামনে এল তাতে তা হচ্ছেনা। কারণ বিজ্ঞানীরা প্লুটোরও পিছনে, আরও অনেকটা দূরে আরও এক বামন গ্রহের সন্ধান পেয়েছেন।

বিজ্ঞানীরা এই বামন গ্রহটির নাম রেখেছেন ২০১৭ অফ২০১। এই বামন গ্রহটির ব্যস ৭০০ কিলোমিটার বলে জানাচ্ছেন তাঁরা। ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়নের মাইনর প্ল্যানেট সেন্টার এই দাবিকে নিশ্চিত করেছে।

বিজ্ঞানীরা হিসাব কষে দেখেছেন এই বামন গ্রহটি সূর্যকে প্রদক্ষিণ করে। আর সেই ১ বার প্রদক্ষিণে তার সময় লাগে ২৫ হাজার বছর। একাধিক টেলিস্কোপে ধরা পড়া এই ছোট্ট সাদা বিন্দুটির চলন গত কয়েক বছর ধরেই পর্যবেক্ষণ করছিলেন বিজ্ঞানীরা।

নিউ জার্সির প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের ৩ বিজ্ঞানী মিলেই এই নতুন বামন গ্রহটির খোঁজ করেছেন। তবে এই খোঁজের খবর অবশ্যই মহাকাশ বিজ্ঞানে বেশ হইচই ফেলে দিয়েছে।

এর আগেও প্লুটোর পরে গ্রহ রয়েছে বলে মনে করতেন বিজ্ঞানীরা। তবে তার উপযুক্ত প্রমাণ তাঁদের হাতে ছিলনা। এখন উন্নত প্রযুক্তি ক্রমে বিজ্ঞানীদের গভীর মহাকাশের খবর পেতে সাহায্য করছে। যার একটি ফল হল এই নতুন বামন গ্রহের খোঁজ পাওয়া।

Share
Published by
News Desk
Tags: Solar System

Recent Posts