SciTech

অন্ধকার আকাশে ফুল চাঁদের দেখা, আকারে বেশ ছোট

সন্ধে নামলে আকাশের দিকে নজর দিলে দেখা যাবে ফুল চাঁদ। এই পুষ্প চন্দ্র দেখার সুযোগ হাতছাড়া করার নয়। কারণটা ওই চাঁদের দিকে চাইলেই বুঝতে পারবেন সকলে।

Published by
News Desk

আকাশে চাঁদ তো দেখা যায়। কেবল অমাবস্যাটা বাদে। এবার সেই চাঁদ ধরা দেবে ফুল চাঁদ হয়ে। ফুল অর্থাৎ পুষ্প। এই চাঁদকে দেখার সুযোগ কিন্তু ছাড়ার নয়। কারণ এই চাঁদ দেখার সঙ্গে একটা প্রাপ্তি যোগ রয়েছে। কেন তা ওই চাঁদের দিকে চাইলেই বোঝা যাবে।

সোমবার পৃথিবীজুড়েই পালিত হচ্ছে বুদ্ধপূর্ণিমা। বুদ্ধপূর্ণিমা মানেই তো পূর্ণিমার দিন। মে মাসের এই পূর্ণ চন্দ্রকে বলা হয় ফুল চাঁদ বা ফ্লাওয়ার মুন।

চাঁদ পৃথিবী থেকে মোটামুটি ২ লক্ষ ৪০ হাজার কিলোমিটার দূরে অবস্থান করে। এটাই চাঁদের সাধারণ দূরত্ব। এই দূরত্ব কিন্তু সারাবছর এক থাকেনা। বাড়ে কমে। এই যে ফুল চাঁদকে দেখা যাবে আকাশে তা কিন্তু পৃথিবী থেকে ৪ লক্ষ কিলোমিটার দূরে অবস্থান করবে।

ফলে তাকে অনেকটাই ছোট দেখাবে। ১৪ শতাংশ ছোট দেখাবে চেনা চাঁদকে। এটা একটা বিরল দৃশ্য। যা এক প্রাপ্তি বলেই মনে করা হচ্ছে।

ফুল চাঁদ কিন্তু আরও অবাক করবে তার দর্শনে। কারণ পূর্ণিমার চাঁদকে যতটা ঝলমলে দেখায় তার চেয়ে ৩০ শতাংশ কম ঝলমলে দেখাবে তাকে। চাঁদের আলো অনেকটাই ক্ষীণ মনে হবে।

এই ফুল চাঁদ দেখতে মানুষকে আকাশের পূর্ব দিকে নজর করতে হবে। সেখানেই দেখা যাবে চাঁদকে। যাকে দেখার জন্য কোনও বাইনোকুলার বা টেলিস্কোপ লাগবেনা। খালি চোখেই দিব্যি দেখা যাবে আকারে ছোট আলতো আলোয় ভরা ফুল চাঁদকে।

Share
Published by
News Desk

Recent Posts