SciTech

আরও ১টি চাঁদ পেতে চলেছে পৃথিবী, জানালেন বিজ্ঞানীরা

পৃথিবীর ১টিই উপগ্রহ রয়েছে। সেই চাঁদ এবার পেতে চলেছে তার এক দোসর। আরও ১টি চাঁদ পেতে চলেছে পৃথিবী। বিজ্ঞানীরা এমনই জানাচ্ছেন।

Published by
News Desk

পৃথিবীর ১টিই উপগ্রহ চাঁদ আর একা থাকছে না। তার সঙ্গে আরও একটি চাঁদ যোগ দিতে চলেছে। আর তা দিতে পারে আগামী ২৯ সেপ্টেম্বর। অন্তত বিজ্ঞানীদের একাংশ তেমনই দাবি করেছেন। চাঁদ ছাড়া পৃথিবীর আরও একটি উপগ্রহ নতুন করে তৈরি হবে?

বিষয়টা কতকটা তেমনই। তবে তা চাঁদের মত চিরস্থায়ী হবেনা। থাকবে ৫৩ দিনের মত। তারপর সে ফের ছিটকে বেরিয়ে যাবে পৃথিবীর কক্ষপথ থেকে। কীভাবে হবে পুরো বিষয়টি? তাও পরিস্কার করেছেন বিজ্ঞানীরা।

রিসার্চ নোটস অফ দ্যা আমেরিকান অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি-তে প্রকাশিত একটি গবেষণাপত্রে জানানো হয়েছে একটি গ্রহাণু এই সময় পৃথিবীর খুব কাছে পৌঁছে যাচ্ছে। ৩৩ ফুটের গ্রহাণুটি খুব বড় নয়।

তবে তা পৃথিবীর কাছে আসার পর সেটি পৃথিবীর মাধ্যাকর্ষণের আওতায় এসে পড়বে। ফলে তা একটি কক্ষে পৃথিবীকে প্রদক্ষিণ করা শুরু করবে।

এভাবে প্রদক্ষিণ করতে করতে সে ৫৩ দিন পর এমন জায়গায় পৌঁছবে যেখান থেকে সে ফের ছিটকে বেরিয়ে যাবে। এই ৫৩ দিনে সে পৃথিবীকে পুরো প্রদক্ষিণ করে উঠতে পারছেনা। কিছুটা বাকি থাকতেই সে ছিটকে বেরিয়ে যাবে।

তবে এই ৫৩ দিনে সে আরও একটি উপগ্রহের মতই পৃথিবীকে একটি কক্ষে প্রদক্ষিণ করতে থাকবে। ২৫ নভেম্বর সেটি পৃথিবীর আকর্ষণ থেকে মুক্ত হয়ে ফের মহাশূন্যে তার নিজের পথে বেরিয়ে যাবে।

Share
Published by
News Desk

Recent Posts