SciTech

এক লাইনে ৬টি গ্রহ, কখন খালি চোখেই দেখা যাবে এই মহাজাগতিক বিস্ময়

৬টি গ্রহকে এক লাইনে একসঙ্গে দেখতে পাওয়া মহাজাগতিক বিস্ময় ছাড়া আর কিছু নয়। যার সাক্ষী হওয়ার সুযোগ এখন সাধারণ মানুষের হাতের মুঠোয়।

Published by
News Desk

৬টি গ্রহ যে এক লাইনে অবস্থান করছে। তাদের আকাশে নজর দিলে দেখাও যাচ্ছে। এমন কথা শোনা যায় কি? পৃথিবী থেকে ৬টি গ্রহকে একসঙ্গে দেখত পাওয়ার অর্থ সৌরমণ্ডলের মাত্র ১টি গ্রহকে না দেখতে পাওয়া।

এ এক মহাজাগতিক বিস্ময়। যার সাক্ষী হতে পারবেন সাধারণ মানুষ। শুক্রগ্রহ ছাড়া বাকি সব গ্রহকেই এক লাইনে দেখতে পাওয়া যাচ্ছে ভোরের আকাশে।

ভোরের আলো ফোটার আগেই যা দেখা যাবে আকাশে। শুক্রগ্রহটি এখন সূর্যের এতটাই কাছে অবস্থান করছে যে তাকে দেখা যাচ্ছেনা।

বাকি বুধ, মঙ্গল, বৃহস্পতি, শনি, নেপচুন এবং ইউরেনাস এখন এক লাইনে অবস্থান করছে। নিজেদের কক্ষে ঘুরতে ঘুরতে এখন সেই অবস্থায় রয়েছে তারা। যা পৃথিবী থেকে দেখতে পাওয়া যাবে।

ভারতের সব জায়গা থেকেই এই মহাজাগতিক বিস্ময় দেখতে পাওয়া যাবে। খালি চোখেই দেখা যাবে। তবে বুঝে নিতে হবে।

ভোরের ঠিক মুখেই আকাশে লাল রংয়ে দেখা যাবে মঙ্গলগ্রহকে। আবার শনিগ্রহকে দেখা যাবে হলদে রংয়ে। ইউরেনাস ও নেপচুনকে খুবই হালকা করে দেখতে পাওয়া যাবে খালি চোখে।

সোমবার ভোরে বৃহস্পতি আবার সবচেয়ে কাছে ছিল। তবে এই এক লাইনে ৬টি গ্রহকে দেখতে পাওয়ার সুযোগ আগামী কয়েকদিনই পাওয়া যাবে। তাদের অবস্থান পরিবর্তন হওয়ার আগে পর্যন্ত।

ফলে ভোর হওয়ার আগেই আকাশের দিকে নজর দিতে হবে। তাহলে সাক্ষী হওয়া যাবে এক মহাজাগতিক বিস্ময়ের। শর্ত একটাই। আকাশ মেঘে ঢাকা থাকলে চলবে না।

Share
Published by
News Desk

Recent Posts