SciTech

সূর্য থেকে ছিটকে এল এক ভয়ংকর ঝড়, এবার মানুষের কি হবে

সূর্য থেকে ছিটকে আসা এত ভয়ংকর ভূচৌম্বকীয় ঝড় অনেকদিন দেখেনি পৃথিবী। এর প্রভাবে মানুষের কি হতে পারে জানাল বিশেষজ্ঞ সংস্থা।

Published by
News Desk

সূর্য থেকে সৌরঝড়ের আঁচ পৃথিবীর ওপর এসে পড়েনা এমনটা নয়। অনেক সময়ই পড়ে। তবে তা থেকে সরাসরি মানুষের ক্ষতি খুব একটা হয়না। সেই ঝড়ের কুপ্রভাবকে রুখে দেয় পৃথিবীর চারধারে বলয়ের মত ঘিরে থাকা বায়ুমণ্ডলের আস্তরণ।

দোলের দিন কিন্তু এমন এক ঝড় আছড়ে পড়েছে যা রীতিমত চিন্তায় ফেলে দেয় বিশেষজ্ঞদেরও। যে ঝড় আসে তাকে বলা হয় জিওম্যাগনেটিক স্টর্ম বা ভূচৌম্বকীয় ঝড়।

এনওএএ স্পেস ওয়েদার প্রেডিকশন সেন্টার তাদের এক্স হ্যান্ডলে বিষয়টি সম্বন্ধে জানিয়ে সাধারণ মানুষের দৃষ্টিগোচর করেছে বিষয়টি। যা থেকে পৃথিবীর মানুষ জানতে পেরেছেন পৃথিবীর ওপর দিয়ে কি ভয়ংকর এক ঝাপটা গেল।

যদিও তার প্রভাব মঙ্গলবারও রয়েছে, তবে তা অনেকটাই স্তিমিত। সবচেয়ে বড় প্রভাবটা পড়ে তা কেটে গেছে। তবে তা প্রভাব ফেলেছে পৃথিবীর চৌম্বকীয় ক্ষেত্রে। রেডিও ট্রান্সমিশন ব্যাহত হয়েছে।

এটা জানার পর মানুষের অবশ্য একটাই জিজ্ঞাসা, এতে তাঁদের কোনও ক্ষতি হতে পারে কিনা? পৃথিবীর কোনও বড় ক্ষতি হল কিনা? বিজ্ঞানীরা অবশ্য সকলকে আশ্বস্ত করেই জানিয়ে দিয়েছেন এর কোনও সরাসরি প্রভাব মানুষের ওপর পড়বে না।

মানুষের ক্ষতির সম্ভাবনা নেই। যদিও মহাজাগতিক দিক থেকে এর গুরুত্ব রয়েছে। মহাকাশ বিজ্ঞানীরা তা নিয়ে চর্চাও করছেন। বিজ্ঞানীদের সূর্য সম্বন্ধে আরও ভাল করে জানতে এই ঝড় একটি নমুনার কাজ করছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk

Recent Posts