Categories: Kolkata

স্মার্ট সিটি নিউ টাউন

Published by
News Desk

তালিকায় ছিলই। শুধু কবে হবে তা নিয়ে চলছিল জল্পনা। সেই জল্পনার সমাপ্তি হল মঙ্গলবার। নিউ টাউনকে স্মার্ট সিটি হিসাবে ঘোষণা করল কেন্দ্রীয় নগরোন্নয়ন মন্ত্রক। কেন্দ্রের স্মার্ট সিটি প্রকল্পে মঙ্গলবার কেন্দ্রীয় নগরোন্নয়নমন্ত্রী বেঙ্গকাইয়া নাইডু যে ১৩টি শহরকে স্মার্ট সিটি হিসাবে ঘোষণা করলেন তারমধ্যে নিউ টাউনের নাম রয়েছে।

স্মার্ট সিটির তালিকা প্রকাশের এটি ছিল দ্বিতীয় ধাপ। প্রথম ধাপে ২০টি শহরের নাম ঘোষণা করেছিল কেন্দ্র। কিন্তু সেই ২০টির তালিকায় রাজ্যের একটি শহরেরও নাম ছিলনা। এদিন নিউ টাউন সেই আক্ষেপ মুছে দিল। নিউ টাউনের হাত ধরে স্মার্ট সিটি থাকা রাজ্যের তালিকায় নাম উঠে গেল পশ্চিমবঙ্গেরও।

Share
Published by
News Desk

Recent Posts