Entertainment

সিনেমার পর্দায় মানুষের মলে লাফ দিয়েছিল ছেলেটি, কিন্তু আসলে সে কি মেখেছিল

সিনেমায় দেখানো হয়েছিল যে একটি বছর পাঁচেকের ছেলে মানুষের মলে লাফ দিল। সেটা আসলে কি ছিল অনেকেরই হয়তো জানা নেই।

Published by
News Desk

‘স্লামডগ মিলিয়নিয়ার’ সিনেমাটি অস্কার মঞ্চে তোলপাড় ফেলে দিয়েছিল। ভারতীয় প্রেক্ষাপটে তৈরি ওই সিনেমায় একটি দৃশ্যে জামাল নামে এক বালককে দেখানো হয়। সে মলত্যাগের সময় জানতে পারে যে তার পছন্দের নায়ক আসছে কাছেই।

যে অস্থায়ী ঘেরা জায়গায় সে মলত্যাগ করছিল সেখানে একটি গর্ত ছিল। যা দিয়ে নিচে পড়ে জমা হয় সকলের মল। দরজা খুলতে না পেরে নায়কের কাছ থেকে সই নিতে সে উপায় না পেয়ে নিচে জমা ওই মলেই লাফ দেয়। তারপর সারা গায়ে মল মাখা অবস্থায় ছুটে পৌঁছয় নায়কের কাছে।

সিনেমার সেই দৃশ্য দেখে অনেকের হয়তো গা গুলিয়ে উঠে থাকতে পারে। একটি বালকের সারা গায়ে মল মাখামাখি। এটা ঠিক যে মল নয় অন্য কিছুই মাখানো হয়েছিল। কিন্তু সেটা কি?

আদপে যাতে দেখে তা মল মনে হয় তা মাথায় রেখে পিনাট বাটারের সঙ্গে চকোলেট মাখানো হয়েছিল। ২টি এমন পরিমাণে মেশানো এবং মাখানো হয় যাতে মলের রংটি পরিস্কার করে আসে। আর ঠিক সেটাই হয়েছিল সিনেমার পর্দায়।

ওই মিশ্রণ সারা গায়ে মেখে অভিনয় করে ওই বালক। তার গায়ে যা মাখা ছিল তা আদপে ছিল সুস্বাদু এবং জিভে জল আনা খাবার। অবশ্য সিনেমার পর্দায় তা অন্য মানে নিয়ে দর্শকের সামনে উপস্থাপিত হয়েছিল। যে দৃশ্য এখনও অনেক দর্শকের মনে রয়ে গেছে।

Share
Published by
News Desk