World

স্বামীর গায়ে গরম জল ঢালতে অন্যদেশে পাড়ি দিলেন স্ত্রী

স্বামী তাঁকে ডেকে নিজের ইচ্ছাটা জানিয়েছিলেন। স্ত্রী স্বামীর সেই ইচ্ছার কথা শুনে তাঁর গায়ে গরম জল ঢেলে দিলেন। এই ঘটনায় হতবাক সকলেই।

Published by
News Desk

বিয়েটা হয়েছিল ২০১৯ সালে। বেশ সুন্দর কাটছিল দাম্পত্যজীবন। গত জানুয়ারি মাসে তাঁদের একটি কন্যা সন্তানও হয়। স্বামী শুধু স্ত্রীর চেয়ে বয়সে ৫ বছর ছোট। কিন্তু এই বয়সের ফারাক তাঁদের দাম্পত্য জীবনে কোনও প্রভাব ফেলেনি।

সমস্যাটা হয় গত মার্চ মাসে। ২৪ বছরের ওই যুবক তাঁর স্ত্রী ও মেয়েকে দেখতে বিদেশ থেকে হাজির হন বাড়িতে। হাতে সময় কম ছিল। বিদেশে কর্মরত স্বামী তাঁর ও সন্তানের সঙ্গে একদিন কাটানোর সময় তাঁকে একটি কথা বলেন। তাতে স্ত্রী পাল্টা কিছু বলেননি। শুনে নেন।

স্বামী পরদিন অফিস করতে সিঙ্গাপুরে ফিরে যান। তারপরই এক বান্ধবীকে সঙ্গে করে সিঙ্গাপুর যাওয়ার পরিকল্পনা করেন ওই মহিলা।

মহিলা অবশ্য তাঁর বান্ধবীকে বলেন নিছক ঘুরতেই সিঙ্গাপুরে যেতে চান তিনি। তাঁরা ২ জনে মালয়েশিয়া থেকে ক্রুজে সিঙ্গাপুরের দিকে রওনা দেন। যদিও সেকথা স্বামীকে জানাননি।

এরপর সিঙ্গাপুরে এসে বান্ধবীকে কার্যত অন্ধকারে রেখেই ওই মহিলা পৌঁছে যান স্বামী যেখানে থাকেন সেখানে। সিঁড়িতে ১০ মিনিট অপেক্ষা করেন।

তারপর স্বামী বাড়ি থেকে বেরিয়ে জুতো পরতে ব্যস্ত থাকার সময় আচমকা মহিলা ছুটে এসে হাতে থাকা ফ্লাক্সে ভর্তি গরম জল ঢেলে দেন স্বামীর গায়ে। তারপর সেখান থেকে পালান। পালিয়ে আর সময় নষ্ট না করে বান্ধবীকে নিয়ে ক্রুজে চেপে বসেন।

এদিক ঘটনার খবর পুলিশের কাছে পৌঁছে গেছে। পুলিশ দ্রুত উপকূলরক্ষী বাহিনীকে খবর দেয়। তারা ক্রুজটিকে সিঙ্গাপুরের জলসীমা পার না করতে দিয়ে আটকায়। সেখান থেকে ওই মহিলাকে গ্রেফতার করা হয়।

নাটকীয় এই ঘটনার পর স্বামী আদালতে জানান তাঁর স্ত্রী সন্দেহ প্রবণ। তাঁর সঙ্গে একসঙ্গে থাকা খুব মুশকিল। তাই তিনি ডিভোর্স চেয়েছিলেন।

তা শুনে স্ত্রী প্রথমে কিছু না বললেও এভাবে তাঁর গায়ে গরম জল ঢেলে দিলেন অন্য দেশ থেকে এসে। আদালত এই অপরাধের জন্য ওই মহিলাকে কারাদণ্ড দিয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk
Tags: Singapore

Recent Posts