World

একটু বেশি রোজগারের জন্য অতিরিক্ত কাজ, মোটা টাকা জরিমানার মুখে পরিচারিকা

তিনি পরিচারিকার কাজ করেন। একটু বেশি উপার্জনের জন্য ছুটির দিনে অন্য জায়গায় কাজ করেছিলেন। তাতেই মোটা অঙ্কের জরিমানার মুখে পড়তে হল তাঁকে।

তিনি পেশায় পরিচারিকা। একজনের কাছে কাজ করেন। স্থায়ীভাবেই কর্মরত সেখানে। তবে ছুটি তো পান। সেই ছুটির সময় বা অবসর সময়কে কাজে লাগিয়ে তিনি অন্য ২ জনের কিছু কাজ করে দেন। এতে তাঁর কিছু উপরি রোজগার হয়।

এই সামান্য অতিরিক্ত রোজগারের আশায় ছুটির সময় অন্য কারও কাছে কাজ করতে গিয়েই হল সমস্যা। বিষয়টি গড়াল আদালতে। আর আদালতই তাঁকে মোটা অঙ্কের জরিমানা করল। ভারতীয় মুদ্রায় যা ৮ লক্ষ ৮০ হাজার টাকা। এই টাকা জরিমানা বাবদ তাঁকে গুনতে হবে। এটাই রায় দিয়েছে সিঙ্গাপুর আদালত।

সিঙ্গাপুরে যদি বিদেশ থেকে কেউ কাজ করতে যান তাহলে নিয়ম হল সেখানে যে কোনও ১ জনের কাছেই কাজ করতে হবে। সেখান থেকে যা মাইনে তিনি পাবেন। এই মহিলা প্রায় ৩০ বছর ধরে সিঙ্গাপুরে পরিচারিকার কাজ করছেন।


এরমধ্যে ৪ জনের কাছে কাজ করেছেন তিনি। এখন তিনি যাঁর কাছে কাজ করছিলেন তাঁর কাছে কাজ করাকালীন ছুটি পেলে বা অবসর পেলে ওই সময় অন্য ২ জনের কাছে কাজ করছিলেন তিনি।

এটা জানার পর আদালত কড়া পদক্ষেপ করেছে তাঁর বিরুদ্ধে। আইন ভঙ্গের অপরাধে তাঁকে মোটা অঙ্কের জরিমানা করেছে আদালত। এমন করলে জেলও হতে পরে। তবে ৫৩ বছর বয়সী পিডো ওকাম্পো নামে এই মহিলার ক্ষেত্রে সেটা হয়নি। মোটা অঙ্কের জরিমানা গুনতে হচ্ছে তাঁকে।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *