World

সিঙ্গাপুরে গেলে মন চাইলেও এটা মুখে পোরার কথা মনে আনবেন না

সিঙ্গাপুরে অনেকেই বেড়াতে যান। কাজেও যান। পর্যটকদের কাছে সিঙ্গাপুর বেশ আকর্ষণীয়। কিন্তু সেখানে গিয়ে যতই ইচ্ছা করুক, এটা খাওয়ার চেষ্টা করবেননা।

Published by
News Desk

সিঙ্গাপুরে বেড়াতে যেতে পারেন। অফিসের কাজে যেতে পারেন। ব্যবসার কাজেও যেতে পারেন। সেখানে এদিক ওদিক ঘোরা তো আছেই। পর্যটকদের জন্য সিঙ্গাপুর দারুণ এক ঘোরার জায়গা। নানা জায়গায় ঘোরার যেমন হাতছানি রয়েছে এখানে, তেমন খাওয়াদাওয়ার।

এখানে খাওয়াদাওয়ারও কমতি নেই। নানাধরনের খাবারের দোকান রয়েছে। নানাধরনের সুস্বাদু খাবারে মন ভরাতেই পারেন যে কেউ। কিন্তু সিঙ্গাপুরে একটি জিনিস মুখে পোরা থেকে শত হাত দূরে থাকবেন।

সিঙ্গাপুরের কোনও দোকানে তো এ বস্তুটি পাবেন না, যদি সঙ্গে করে নিয়েও যান তাহলেও তা কিন্তু মুখে দেওয়া যাবেনা। ১৯৯২ সালে এই সংক্রান্ত একটি আইন পাশ হয় সিঙ্গাপুরে।

তারপর থেকেই সিঙ্গাপুরে চিউইং গাম নিষিদ্ধ। কোনও ধরনের চিউইং গাম সিঙ্গাপুরে আমদানি করাও নিষেধ। বিক্রিও নিষেধ। কেউ চিউইং গাম চিবোলেও তাঁকে জরিমানার মুখে পড়তে হতে পারে।

চিউইং গাম সঙ্গে পাওয়া গেলে জরিমানার সঙ্গে কারাবাসও কপালে জুটতে পারে। সিঙ্গাপুর শহরকে সুন্দর রাখতেই এই সিদ্ধান্ত নিয়েছিল সে দেশের সরকার। কারণ চিউইং গাম চিবিয়ে যত্রতত্র ফেলা হলে তা অন্যের জুতোয় বা পোশাকে লেগে যেতে পারে।

এটা সিঙ্গাপুর সরকার মেনে নিতে পারেনি। ফলে শহরকে সুন্দর রাখতে চিউইং গামই সে দেশে নিষিদ্ধ ঘোষণা করে দেওয়া হয়। তবে ওরাল ডেন্টাল গাম এই তালিকায় পড়ছে না। তা সিঙ্গাপুরে ব্যবহার করা যায়।

Share
Published by
News Desk
Tags: Singapore