World

আমেরিকায় বসে আবিষ্কারে ভেল্কি দেখালেন ভারতীয় বংশোদ্ভূত ৪ যুবা

Published by
News Desk

আমেরিকায় নিজেদের কামাল দেখালেন ৩ ভারতীয় বংশোদ্ভূত যুবা। ১৭ তম সিমেন্স বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিযোগিতায় চিকিৎসা বিজ্ঞানে অনন্য আবিষ্কারের প্রজেক্ট দাখিল করে ৩ ভারতীয় বংশোদ্ভূত কিশোর-কিশোরী জিতে নিয়েছেন ১ লক্ষ ডলারের পুরস্কার। তাঁদের আবিষ্কার আগামী দিনে চিকিৎসা বিজ্ঞানে প্রভূত সাহায্য করবে বলেই মনে করছেন বিশেষজ্ঞেরা। স্কিজোফ্রেনিয়া রোগীদের চিকিৎসায় মস্তিষ্ক ও মনোরোগের মূল্যায়ন করে চিকিৎসার নয়া দিগন্তের খোঁজ দিয়েছেন যমজ বোন আঢিয়া ও শ্রিয়া বিসাম। অন্যদিকে চিকিৎসায় ব্যবহৃত যন্ত্রের ব্যাটারি চার্জ করার জন্য একটি যন্ত্রের খোঁজ দিয়েছে অরিগনের পোর্টল্যান্ড এলাকার একটি হাইস্কুলের ছাত্র ভিনিত এডুপুগান্টি। এছাড়া একক বিভাগে ক্যালিফোর্নিয়ার ছাত্র মনন শাহ নিজের প্রতিভার সাক্ষর রেখে জিতে নিয়েছেন ৫০ হাজার ডলারের পুরস্কার।

 

Share
Published by
News Desk