Kolkata

প্রয়াত বামপন্থী শ্রমিক আন্দোলনের অন্যতম মুখ শ্যামল চক্রবর্তী

চলে গেলেন সিপিএম নেতা শ্যামল চক্রবর্তী। করোনা পজিটিভ নিয়ে বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি।

কলকাতা : চলে গেলেন সিপিএম নেতা তথা বামপন্থী শ্রমিক আন্দোলনের অন্যতম মুখ শ্যামল চক্রবর্তী। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৮ বছর। গত কয়েকদিন ধরেই তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গত ৩ অগাস্ট থেকে ভেন্টিলেশনে ছিলেন। তাঁর কিডনির সমস্যাও ছিল। ফলে তাঁর ডায়ালিসিস চলছিল। এরমধ্যেও ডায়ালিসিস হয়। বৃহস্পতিবারও ডায়ালিসিস হয়। তারপরই তিনি হৃদরোগে আক্রান্ত হন। মৃত্যু হয় তাঁর। তাঁর করোনা রিপোর্ট পজিটিভ এসেছিল। ফলে করোনার চিকিৎসাও চলছিল। সেইসঙ্গে তাঁর ফুসফুসেও সংক্রমণ ছিল। সে চিকিৎসাও চলছিল।

কয়েকদিন আগে জ্বর ও ফুসফুসের সংক্রমণ নিয়ে প্রথমে উল্টোডাঙার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে। সেকথা তাঁর মেয়ে অভিনেত্রী ঊষসী চক্রবর্তী সোশ্যাল মিডিয়ায় জানান। সেখানে তাঁর কোভিড পরীক্ষাও হয়। সেই পরীক্ষার ফল পজিটিভ আসে। তারপরই তাঁকে ওই হাসপাতাল থেকে সরিয়ে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন ছিলেন শ্যামল চক্রবর্তী। শ্বাসকষ্ট থাকায় তাঁকে অক্সিজেন সাপোর্টে রাখা হয়েছিল। তারপর গত রবিবার তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়।

তাঁকে ভেন্টিলেশনে দেওয়া হয় সোমবার। তারপর আর ভেন্টিলেশন থেকে বার হওয়া হল না তাঁর। চলে গেলেন বামপন্থী শ্রমিক আন্দোলনের এক অন্যতম পুরোধা। বামপন্থী শ্রমিক সংগঠন সিটু-র অন্যতম মুখ ছিলেন শ্যামল চক্রবর্তী। এই সিপিএম নেতা চিরদিন বাম শ্রমিক আন্দোলনকে গুরুত্ব দিয়ে এসেছেন। তাঁর মৃত্যুতে বাম শ্রমিক আন্দোলনে এক গভীর শূন্যতার সৃষ্টি হল।

বৃহস্পতিবার দুপুর পৌনে ২টো নাগাদ তাঁর মৃত্যু হয়। তাঁর মৃত্যুর খবর পৌঁছনোর পরই বাম মহলে শোকের ছায়া নেমে আসে। অনেক সিপিএম তথা বামপন্থী নেতা শোক ব্যক্ত করেন। এর আগে তাঁর মেয়ে জানিয়েছিলেন শ্যামল চক্রবর্তী কেমন আছেন সেকথা জানতে চেয়ে তাঁকে মুখ্যমন্ত্রী ফোন করেছিলেন। সেই শ্যামল চক্রবর্তী শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। যেহেতু তাঁর কোভিড পজিটিভ ছিল তাই তাঁর মৃত্যুর পর তাঁর দেহ সৎকার সরকারি নিয়ম মেনেই করা হবে।

News Desk

স্ত্রীকে অন্তঃসত্ত্বা করতে প্রতিবেশিকে ভাড়া করেন স্বামী, তারপর ঘটল অন্য কাণ্ড

তিনি শারীরিকভাবে অপারগ। এটা জানার পর এক ব্যক্তি তাঁর প্রতিবেশিকে ভাড়া করেন তাঁর স্ত্রীকে অন্তঃসত্ত্বা…

November 26, 2025

মেঘের পিছনে স্ট্র্যাটোস্ফিয়ার ঘুরে এল রঙিন পুতুল, আকাশ থেকে কোথায় নামল সেটাই রহস্য

তাকে ফিরে পেতে এখন হন্যে হয়ে খুঁজছেন সকলে। যে সে পুতুল নয়। একাই স্ট্র্যাটোস্ফিয়ার ঘুরে…

November 26, 2025

২৭ বছর ধরে হেঁটে চলেছেন তিনি, হেঁটে পৃথিবী ভ্রমণ করতে গিয়ে সমুদ্রও হেঁটেই পেরিয়েছেন

২৭ বছরে কোনও যানবাহনে ওঠেননি তিনি। এমনকি কোনও নৌকা বা গরুর গাড়িতেও নয়। স্রেফ পায়ে…

November 26, 2025

মেষ রাশির বৃহস্পতিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২৭ নভেম্বর, ২০২৫

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

November 26, 2025

বৃষ রাশির বৃহস্পতিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২৭ নভেম্বর, ২০২৫

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

November 26, 2025

মিথুন রাশির বৃহস্পতিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২৭ নভেম্বর, ২০২৫

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

November 26, 2025