Entertainment

২টি বিয়ে ভাঙার পর এবার মুখ খুললেন শ্বেতা

Published by
News Desk

তিনি ভেঙে পড়েন। তিনি কেঁদে ফেলেন। কিন্তু এটাও মনে করেন এটাই স্বাভাবিক। কারণ তাঁর আশপাশে এমন অনেক মহিলা রয়েছেন যাঁদের জীবনেও এমন অবস্থা গিয়েছে। তিনি নিজে সাহসী নন। তবে তিনি এই পরিস্থিতিকে স্বাভাবিকভাবে নিয়ে এগিয়ে যাচ্ছেন। সুন্দরী অভিনেত্রী হিসাবে যথেষ্ট জনপ্রিয় টিভি তারকা শ্বেতা তিওয়ারি এভাবেই এবার মুখ খুললেন। প্রথম বিয়ে অনেকদিন আগেই ভেঙেছে। তারপর ফের প্রেমে পড়েন তিনি। বিয়ে করেন অভিনব কোহলিকে। সেই বিয়েও টিকল না। বিয়ে ভেঙে ফের শ্বেতা এখন একা।

তাহলে এবার? ফের কী তিনি প্রেমে পড়তে পারেন? শ্বেতা এই প্রশ্নের সরাসরি উত্তর দিয়েছেন। তাঁর মতে, তাঁর হাতে সেই সময়টাই এখন নেই। তিনি এখন পুরো দিনটা ব্যস্ত। ব্যস্ত তাঁর সন্তানদের নিয়ে। সন্তানদের বড় করে তোলাই এখন তাঁর ধ্যানজ্ঞান। এটাই তাঁর প্রেম। এর বাইরে প্রেমে পড়ার সময় তাঁর হাতে নেই। সন্তানদের বড় করার বাইরে তাই কিচ্ছু নিয়ে তিনি ভাবতে চান না।

শ্বেতার দ্বিতীয় বিয়েও ভাঙার পর নানাভাবে তাঁকে সোশ্যাল মিডিয়ায় ব্যাঙ্গের মুখে পড়তে হয়। সমালোচনার মুখে পড়তে হয়। তারও জবাব দিয়েছেন শ্বেতা। সুন্দরী এই অভিনেত্রী জানিয়েছেন, এমন অনেক মানুষ রয়েছেন যাঁদের হাতে অগাধ সময়। হাতে কোনও কাজ নেই। তাই তাঁরা যাঁরা কাজ করছেন তাঁদের বিরক্ত করতে থাকেন। তাই তাঁদের নিয়ে তিনি কিছু ভাবছেন না। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk