Entertainment

অমিতাভ বচ্চনের মেয়েকে একসময় ৩ হাজার টাকা মাইনের চাকরিও করতে হয়েছে

কথাটা নিজেই এতদিনে জানিয়েছেন তিনি। মেয়েকে কথাটা খোলাখুলি জানিয়ে দিয়েছেন অমিতাভ বচ্চনের মেয়ে শ্বেতা বচ্চন নন্দা। জানিয়েছেন সেই দিনগুলোর কথা।

Published by
News Desk

অমিতাভ বচ্চনের পরিবার বলে কথা! অর্থের অভাব সে পরিবারের ছায়া মাড়াতে পারেনি কখনও। অমিতাভ বচ্চন তো বটেই, জয়া বচ্চনও সফল অভিনেত্রী তথা রাজনীতিবিদ। ফলে এ পরিবারে অর্থের অভাব ছিলনা।

এদিকে তখন সবে বিয়ে হয়েছে অমিতাভ বচ্চনের মেয়ে শ্বেতা বচ্চনের। দিল্লির ব্যবসায়ী নিখিল নন্দার সঙ্গে বিয়ের পর সবে তিনি দিল্লিতে শ্বশুরবাড়িতে পা দিয়েছেন।

বাবা মায়ের ছায়া থেকে তখন তিনি এক নতুন পরিবারে। সে সময় তিনি একটি কিন্ডারগার্ডেন স্কুলে চাকরি করতে শুরু করেন। সেই স্কুলে বাচ্চাদের পড়ানোর জন্য শ্বেতা মাইনে পেতেন মাসে ৩ হাজার টাকার মত।

মাসে মাত্র ৩ হাজার টাকার সেই চাকরি কিন্তু শ্বেতা বেশ কিছুদিন করেন। সেকথা এতদিনে মেয়ে নব্যা নভেলী নন্দার একটি পডকাস্টে স্বীকার করেছেন শ্বেতা।

শ্বেতা বচ্চন নন্দা ৩ হাজার টাকার চাকরি করতেন! বিষয়টা অনেকের কাছেই হতবাক করে দেওয়ার মত হতে পারে! কিন্তু এটাই ঘটনা।

শ্বেতা জানিয়েছেন, অর্থের অভাব না থাকলেও একজন মেয়ের উচিত নিজের পায়ে দাঁড়ানো। বিয়ের পর সেই চেষ্টাই করতে চেয়েছিলেন তিনি।

এখন শ্বেতা বচ্চন নন্দা একজন সফল ব্যবসায়ী। তবে তিনি স্বীকার করেছেন তাঁর এখনও হিসাবপত্র ঠিক মাথায় ঢোকে না। সব হিসাব একটি এক্সেল শিটে সাজিয়ে রাখেন তাঁর মেয়ে। তিনি এখনও আর্থিক বিষয়ে বড়ই কাঁচা রয়ে গেছেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk