Entertainment

রাশিয়ান প্রেমিকের সঙ্গে গোপনে বিয়ে সারলেন দৃশ্যমের ‘নন্দিনী’

Published by
News Desk

অজয় দেবগণের ‘দৃশ্যম’ সিনেমায় তাঁর স্ত্রী নন্দিনী সালগাঁওকরের ভূমিকায় অভিনয় করেছিলেন দক্ষিণী সিনেমার পরিচিত নায়িকা শ্রিয়া সরণ। সেই শ্রিয়া এবার বাস্তব জীবনে গাঁটছড়া বাঁধলেন তাঁর রাশিয়ান প্রেমিক আন্দ্রেই কসচিভের সঙ্গে। টিনসেল টাউনের কানাঘুষোয় তেমনই জানা যাচ্ছে। গত ১২ মার্চ একেবারে ঘরোয়া একটি অনুষ্ঠানে নাকি সকলের নজর এড়িয়ে শ্রিয়া তাঁর মুম্বইয়ের বাড়িতে বিয়ে সারেন। আন্দ্রেই সিনেমার জগতের মানুষ নন। তিনি টেনিস খেলোয়াড়। সেইসঙ্গে রাশিয়ায় তাঁর ব্যবসা আছে। তাঁকেই এবার জীবনসঙ্গী করলেন ২০০১ সালে সেলুলয়েডের পর্দায় কেরিয়ার শুরু করা শ্রিয়া।

তেলেগু সিনেমা দিয়ে হাতেখড়ি। ২০০৩ সালে ‘তুঝে মেরি কসম’ সিনেমা দিয়ে বলিউডে পা। এরপর টানা তেলেগু, তামিল ও হিন্দি সিনেমায় চুটিয়ে অভিনয় করে গেছেন শ্রিয়া সরণ। সেলুলয়েডের পর্দায় বহু প্রেম পর্ব, বিবাহ পর্ব সেরেছেন তিনি। এবার আসল জীবনে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন এই সুন্দরী নায়িকা। এখন সিনেমা জগতে প্রশ্ন একটাই, এরপর কী নিছক গৃহিণী, নাকি নিজের পেশায় আগের মতই কাজ চালিয়ে যাবেন শ্রিয়া? এ প্রশ্নের অবশ্য উত্তর মেলেনি।

(ছবি – সৌজন্যে – ইন্সটাগ্রাম)

Share
Published by
News Desk