Entertainment

আপনার কপালটা কি চওড়া, বলিউড অভিনেত্রী বলে দেবেন আপনি কেমন মানুষ

কপালের অংশ অনেকের চওড়া হয়। এটা তো অনেকের ক্ষেত্রে দেখা গেছে। এমন যাঁদের কপাল তাঁরা মানুষ হিসাবে কেমন তা বলে দিলেন অভিনেত্রী শ্রদ্ধা কাপুর।

Published by
News Desk

অভিনেতা শক্তি কাপুরের মেয়ে এখন বলিউডের প্রথমসারির অভিনেত্রী। সেই শ্রদ্ধা কাপুর এতদিন সিনেমা নিয়ে কথা বলেছেন। সৌন্দর্য নিয়ে কথা বলেছেন। পোশাক নিয়ে কথা বলেছেন।

কিন্তু কোনও মানুষের কপালের অংশ বড় হলে তিনি কেমন মানুষ হবেন তা নিয়ে কোনও বিশেষজ্ঞ মতামত এই বোধহয় প্রথম পেশ করলেন। শরীরের কোনও অংশের আকার প্রকার দেখে মানুষের ধরন বিচার শ্রদ্ধা কবে থেকে শুরু করেছেন তা জানা নেই, তবে তাঁর বক্তব্য বেশ সাড়া ফেলে দিয়েছে।

অভিনেত্রী একটি লিফটের মধ্যে সেলফি তুলেছেন। যে ছবি তিনি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। গোলাপি রংয়ের টার্টল নেক এবং কালো প্যান্টে থাকা শ্রদ্ধা লিখেছেন, যাঁদের কপাল চওড়া হয়, তাঁরা মানুষ হিসাবে খুবই ভাগ্যশালী হন।

আবার তিনি খুব নম্র প্রকৃতির মানুষও হন। অনেকেই মজা করে বলছেন শ্রদ্ধা কি তবে আর কারও নয় আসলে নিজের কথা বলতে চেয়েছেন?

‘স্ত্রী’ এবং ‘স্ত্রী ২’-এর সাফল্যের হাত ধরে শ্রদ্ধা সিনেমায় সুযোগ পাওয়ার ক্ষেত্রে বেশ ভাল অবস্থায় রয়েছেন। টাইগার শ্রফের সঙ্গেও তাঁর জুটি ‘বাগী’ বা রণবীর কাপুরের সঙ্গে ‘তু ঝুটি ম্যায় মক্কার’ বক্স অফিসে ভালই ফল করেছে।

আবার ‘ছিছোড়ে’ সিনেমায় প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের সঙ্গে তাঁর অভিনয়ও নজর কেড়েছিল। সেই শ্রদ্ধা এখন মানুষের চেহারা দেখে কি তবে মানুষের স্বভাব বিচার করতে শুরু করলেন। মজা করেই জিজ্ঞাসা অনেকের। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk