Entertainment

শাহরুখ, আমির, সলমনের সঙ্গে কখনও সিনেমা করেননি, কেন জানালেন শ্রদ্ধা কাপুর

স্ত্রী-র পর স্ত্রী ২ হিট। ইতিমধ্যেই বলিউডে প্রথমসারির নায়িকা হিসাবে নিজের জায়গা করে নিয়েছেন শ্রদ্ধা কাপুর। তিনি কখনও ৩ খানের সঙ্গে সিনেমা করেননি।

Published by
News Desk

স্ত্রী ২ সিনেমাটি এখন ২০০ কোটির ক্লাবে। তার আগে রণবীর কাপুরের সঙ্গে তু ঝুটি ম্যায় মক্কার সিনেমাও বক্স অফিসে সফল। স্ত্রী ২-এর আগে স্ত্রী-তেও তিনি সকলের নজর কেড়েছেন। তাঁর ঝুলিতে সফল সিনেমা নেহাত কম নয়।

শক্তি কাপুরের মেয়ে হিসাবে বলিউডে পা দিলেও শ্রদ্ধা কাপুর এখন নিজের পরিচয়ে পরিচিত। বলিউডে প্রথমসারির নায়িকাদের মধ্যে নিজের জায়গা করে নিয়েছেন।

কিন্তু এত কিছুর পরেও তিনি শাহরুখ খান, সলমন খান বা আমির খান, বলিউডের ৩ সুপারস্টার খানের সঙ্গে সিনেমা করেননি। কেন করেননি? কেন তাঁকে এই ৩ খানের কারও বিপরীতে দেখা যায়না? এর উত্তর দিয়েছেন শ্রদ্ধা কাপুর নিজেই।

একটি পডকাস্টে বক্তব্য রাখতে গিয়ে শ্রদ্ধা জানান, অনেক সিনেমায় কাজ করার অফার আসে। কিন্তু যদি তাঁর মনে হয় যে চরিত্রে তাঁকে অভিনয় করতে বলা হচ্ছে সেই চরিত্রটি তেমন আকর্ষণীয় নয় তাহলে তিনি সেই সিনেমা করেননা।

ভাল পরিচালকের সঙ্গে কাজ করতে চান। ভাল অভিনেতাদের সঙ্গে কাজ করতে চান। তবে সবার আগে নিজের জন্য ভাল একটা চরিত্র চান। তাই হয়তো তাঁর ৩ খানের কারও সঙ্গে এখনও কাজ করা হয়ে ওঠেনি।

তবে এমন নয় যে তিনি এঁদের সঙ্গে কাজ করতে চান না। ভাল পরিচালক, ভাল কাহিনি, ভাল চরিত্রের সঙ্গে যদি এই ৩ খানের একজনের বিপরীতেও অভিনয় করতে পারেন তাহলে তিনি অত্যন্ত খুশি হবেন বলেই জানিয়েছেন শ্রদ্ধা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk