Mythology

সর্বকামনা সিদ্ধি ও ঐশ্বর্যের মালিক হওয়া যায় কোন পুজো করলে

ঐশ্বর্যবান হতে কে না চান। কোন শিবলিঙ্গ পুজো করলে অতুল ঐশ্বর্যভোগ করা যায় তারই বিস্তারিত।

Published by
Sibsankar Bharati

নবরত্নের মধ্যে মুক্তা নির্মিত লিঙ্গ পুজোয় সৌভাগ্য, স্ফটিক লিঙ্গে সর্বকামনাসিদ্ধি হয়। সোনার শিবলিঙ্গ তৈরি করে পুজো করলে অতুল ঐশ্বর্যভোগ করা যায়।

ঐশ্বর্যবান হতে কেনা চান। তার জন্য কিন্তু শিবপুজো করতে হলে সেই লিঙ্গ সোনার তৈরি হতে হবে। একথা মনে রাখা জরুরি।

কাঁসা ও পিতল মিশ্রিত শিবলিঙ্গে শত্রুবিনাশ, শুধু কাঁসার তৈরি শিবলিঙ্গে কীর্তিলাভ, শুধু পিতলের লিঙ্গে ভোগ ও মোক্ষলাভ, রাং সিসা কিংবা লোহার লিঙ্গে শত্রুনাশ এবং অষ্টধাতু নির্মিত শিবলিঙ্গ পুজো করলে সমস্ত কামনাসিদ্ধি হয়।

অষ্টধাতুর লিঙ্গ পুজোয় নিবারণ কুষ্ঠরোগ। সোনা রুপো ও তামা মিশিয়ে তৈরি শিবলিঙ্গ পুজো করলে বিজ্ঞান বিষয়ে সিদ্ধিলাভ হয়ে থাকে।

যাদের ধনাকাঙ্ক্ষা আছে, তাদের কর্তব্য গন্ধপুষ্প নির্মিত লিঙ্গ, অন্নাদি দ্বারা নির্মিত অথবা কস্তূরী দ্বারা নির্মিত লিঙ্গ পুজো করা, এ কথা বলা হয়েছে কালোত্তরে।

Share
Published by
Sibsankar Bharati

Recent Posts