Entertainment

স্বামী জেলে, এরমধ্যেই আরও বড় সমস্যায় পড়লেন শিল্পা শেঠী

স্বামী রাজ কুন্দ্রা জেলে। এই অবস্থায় এবার আরও বড় এক সমস্যায় পড়ে গেলেন অভিনেত্রী শিল্পা শেঠী। তিনি একা নন, তাঁর মায়ের নামও জড়িয়েছে এই সমস্যায়।

Published by
News Desk

পর্ন তৈরি ও তা অ্যাপের মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে মুম্বই পুলিশ গ্রেফতার করেছে অভিনেত্রী শিল্পা শেঠীর স্বামী রাজ কুন্দ্রাকে। এই নিয়ে পুলিশের জেরার মুখে আগেই পড়তে হয়েছে অভিনেত্রীকে।

সেই ধাক্কা এখনও সামলে উঠতে পারেননি শিল্পা। তার আগেই এবার খোদ তাঁর বিরুদ্ধেই ২টি এফআইআর দায়ের হল। এফআইআর দায়ের হয়েছে তাঁর মায়ের বিরুদ্ধেও।

লখনউতে একটি ওয়েলনেস সেন্টার খুলে সেখানে জালিয়াতি করা হত এই অভিযোগ করে ২টি এফআইআর দায়ের হয়েছে। হজরতগঞ্জ ও বিভূতি খন্দ থানায় এফআইআর দায়ের করা হয়েছে।

এই অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্তে নেমেছে। লখনউ থেকে পুলিশ মুম্বইতে গিয়ে শিল্পা শেঠী ও তাঁর মা সুনন্দাকে জিজ্ঞাসাবাদ করবে।

পুলিশ জানাচ্ছে লখনউতে লোসিস ওয়েলনেস সেন্টার নামে একটি ওয়েলনেস সেন্টার চেন চালাতেন শিল্পা শেঠী। তিনি ছিলেন সংস্থার চেয়ারম্যান। আর তাঁর মা সুনন্দা ছিলেন ডিরেক্টর।

জ্যোৎস্না চৌহান ও রোহিত বীর সিং নামে ২ জন ২টি পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করে জানিয়েছেন শিল্পা ও তাঁর মা তাঁদের কাছ থেকে কয়েক কোটি টাকা নিয়েছিলেন এটা বলে যে তাঁরা সেখানে সেন্টার খুলবেন। কিন্তু তা করেননি। টাকা আত্মসাতের অভিযোগ এনেছেন তাঁরা।

ইতিমধ্যেই শিল্পা ও তাঁর মাকে জেরার জন্য নোটিস পাঠিয়ে দিয়েছে পুলিশ। মঙ্গল বা বুধবারই শিল্পা ও তাঁর মাকে জিজ্ঞাসাবাদ করতে চলছেন তদন্তকারী আধিকারিক। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk