Sports

ছেলে, বউকে দুবাইতে ফেলেই দক্ষিণ আফ্রিকা উড়ে যেতে হল শিখরকে

Published by
News Desk

বৃহস্পতিবার রাতেই কেপটাউনের বুকে পা দিয়েছে ভারতীয় ক্রিকেট দল। অধিনায়ক বিরাট স্ত্রী অনুষ্কাকে সফরসঙ্গী করে পৌঁছে গেছেন তাঁর গন্তব্যে। বাকিরাও সপরিবারে নির্ঝঞ্ঝাটে পৌঁছে গেছেন দক্ষিণ আফ্রিকায়। একমাত্র শিখর ধাওয়ানের পরিবার ছাড়া। বৈধ পরিচয়পত্র না থাকায় দক্ষিণ আফ্রিকায় স্বামীর কাছে পৌঁছাতে পারলেন না শিখরের স্ত্রী ও ছেলে। দুবাই থেকে কেপটাউনের বিমানে শিখর উড়ে গেলেও বিমানবন্দরে আটকে রইলেন শিখরপত্নী। কারণ, শিখরের সন্তানের জন্ম পরিচয়পত্র বা অন্য কোনো পরিচয়পত্র নিরাপত্তা কর্মীদের দেখাতে পারেননি শিখরের স্ত্রী আয়েষা মুখোপাধ্যায়। ভারত থেকে কাগজপত্র এলে তবেই তাঁরা দক্ষিণ আফ্রিকার উদ্দেশে রওনা দিতে পারবেন।

এমিরেটস বিমান কর্তৃপক্ষের এই আচরণ তিনি যদিও মোটেই ভালোভাবে নেননি গত শুক্রবার সোশ্যাল মিডিয়ার একটি পোস্টে তা স্পষ্ট করে দিয়েছেন ভারতীয় ক্রিকেট দলের ‘গব্বর’। বিমান কর্তৃপক্ষের আচরণকে ‘অপেশাদারি’ বলে এক হাত নিয়েছেন শিখর। এমনকি বেশ কয়েকজন কর্মচারি তাঁর পরিবারের সঙ্গে খারাপ আচরণ করেছে বলে অভিযোগ করেছেন ভারতীয় টিমের অন্যতম ব্যাটিং স্তম্ভ। কাগজপত্র যদি অজুহাত হয় তাহলে কেন তাঁদের মুম্বইতেই এই বিষয়ে সতর্ক করেনি বিমান কর্তৃপক্ষ? সেই প্রশ্নও তোলেন বিরক্ত শিখর। সবমিলিয়ে পরিবারকে ছাড়া দক্ষিণ আফ্রিকার সফরের সূচনাটা ভালো হল না শিখরের।

(ছবি – সৌজন্যে – ইন্সটাগ্রাম)

Share
Published by
News Desk