Sports

ক্রিকেটকে চিরবিদায়, এবার এক নতুন অধ্যায় শুরুর পথে গব্বর

ভারতীয় ক্রিকেটের ওপেনিং সামলেছেন দক্ষতার সঙ্গে। তাঁর ব্যাট যেদিন চলতে শুরু করত সেদিন তিনিই সেরা। তাঁকে আর দেখা যাবেনা ২২ গজে ব্যাট হাতে।

Published by
News Desk

১০ বছরের ওপর জাতীয় দলে খেলা ক্রিকেটার তিনি। ওপেনিংয়ে দলের বড় ভরসা হয়ে উঠেছিলেন আত্মপ্রকাশের কম দিনের মধ্যেই। তারপর তাঁর ব্যাট কথা বলত মাঠে। যেদিন তিনি দাপট দেখাতেন সেদিন প্রতিপক্ষ দলের সব নামীদামী বোলারের বলই বাউন্ডারি পার করত হেসে খেলে।

রোহিত, বিরাটদের মুখে তাঁকে গব্বর নামেই শোনা যেত। দলে গব্বর হয়ে ওঠা সেই নির্ভীক ব্যাটার শিখর ধাওয়ান সব ধরনের ক্রিকেটকে বিদায় জানালেন। কোনও ধরনের আন্তর্জাতিক ম্যাচে তো নয়ই, এমনকি আইপিএল-এর কোনও দলেও আর খেলবেন না বলে জানিয়ে দিয়েছেন শিখর।

ক্রিকেটকে বিদায় জানিয়ে কিন্তু থেমে থাকবেন না। এবার একদম নতুন দুনিয়ায় পা রাখছেন তিনি। শিখর ধাওয়ান ফিটনেস এবং লাইফস্টাইল ইন্ডাস্ট্রিতে পা রাখছেন। খুলছেন অনেকগুলি ফিটনেস সেন্টার। সুস্থ জীবন যাপনের পথ দেখাতে একটি ওয়েলনেস ব্র্যান্ডও শুরু করছেন শিখর ধাওয়ান।

ইতিমধ্যেই আন্তর্জাতিক স্তরে টি২০ ক্রিকেটকে বিদায় জানিয়েছেন রোহিত, বিরাটরা। শিখর ধাওয়ান আরও এক ধাপ এগিয়ে ক্রিকেটের দুনিয়া থেকেই অবসর গ্রহণ করলেন।

২০১০ সালে আন্তর্জাতিক ক্রিকেটে ভারতীয় দলের হয়ে পা রাখেন তিনি। অল্প সময়ের মধ্যেই নিজের ব্যাটিং প্রতিভার গুণে ক্রিকেটপ্রেমীদের পছন্দের ব্যাটার হয়ে ওঠেন।

মাঠে হাসি মজাও করতেন। খোশমেজাজে খেলতেন। ক্যাচ ধরলে পালোয়ানদের মত থাইতে হাতের চাপড় মেরে আনন্দ প্রকাশ করতেন। ২০১৩ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রতিযোগিতার সেরা খেলোয়াড় হন শিখর ধাওয়ান।

Share
Published by
News Desk

Recent Posts