Sports

পরিবারে নতুন অতিথির আগমনের সুখবর জানালেন শিখর ধাওয়ান

তাঁর পরিবারে নতুন অতিথির আগমনের কথা সোশ্যাল মিডিয়া মারফত সকলকে জানালেন ভারতীয় ক্রিকেটার শিখর ধাওয়ান।

Published by
News Desk

নয়াদিল্লি : শিখর ধাওয়ান সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট অ্যাকটিভ। কখনও স্ত্রীর সঙ্গে জিতেন্দ্রর সিনেমার গানের তালে নাচতে নাচতে টেবিল টেনিস খেলছেন সেই ভিডিও, তো কখনও ছেলের সঙ্গে নাচছেন সেই ভিডিও। কখনও অন্য কিছু। লকডাউনের মধ্যে পরিবারের সঙ্গে সময় কাটানোর নানা ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করে প্রচুর দর্শক পেয়েছেন শিখর। এবার তিনি সেই সোশ্যাল মিডিয়া মারফতই জানালেন তাঁর পরিবারে নতুন অতিথির আগমনের সুখবর।

শিখর জানিয়েছেন তাঁর পরিবারে ২ নতুন সদস্য যোগ হল। একজন কোল এবং অন্যজন ভ্যালেন্টাইন। ২টি ছোট্ট কুকুর। ২টি কুকুরের নামকরণও তিনিই করেছেন বলে জানিয়েছেন শিখর। ২টির ছবিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন তিনি। ২টি কুকুরের তাঁর পরিবারে যোগদানে যে তিনি বেজায় খুশি তাও প্রকাশ করতে ভোলেননি ভারতের এই বাঁহাতি ওপেনার।

শিখর সোশ্যাল মিডিয়ায় অ্যাকটিভ আরও বেশি হয়েছেন লকডাউনে। ক্রিকেট নেই। বাড়িতেই সময় কাটছে। কদিন আগেই তাই ঘোড়ায় চড়ে একটি ছবি শেয়ার করেন তিনি। জানান, ঘোড়ায় চড়ার অভিজ্ঞতার কথা। অবশ্য এসবের সঙ্গে সঙ্গে ক্রিকেট নিয়েও মন্তব্য করেছেন ধাওয়ান। জানিয়েছেন, বন্ধ দরজার পিছনে ক্রিকেটের সম্ভাবনা নিয়ে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk

Recent Posts