Sports

জিতেন্দ্রর নাচের তালে পা মেলালেন গব্বর, স্ত্রী সাজলেন লীনা চন্দ্রভারকর

Published by
News Desk

‘হামজোলি’ সিনেমার কালজয়ী গান ছিল ‘ঢল গায়া দিন, হো গয়ি শাম’। গানটি তো জনপ্রিয় হয়েইছিল, সেইসঙ্গে জনপ্রিয় হয়েছিল ওই সিনেমায় জিতেন্দ্র ও লীনা চন্দ্রভারকরের নাচের তালে তালে ব্যাডমিন্টন খেলা। এবার ২১ দিনের লকডাউনে পরিবারের সঙ্গে ঘরে থাকার সময় জিতেন্দ্রর সেই তালে স্ত্রী আয়েশার সঙ্গে টেবিল টেনিস খেললেন ভারতীয় ক্রিকেটের অন্যতম তারকা শিখর ধাওয়ান। নিজে সাজলেন জিতেন্দ্র আর স্ত্রীকে সাজালেন লীনা-র মত করে।

গব্বর নামেই ক্রিকেট মহলে পরিচিত শিখর। গানের তালে তালে ঘরেই টেবিল টেনিস ব্যাট দিয়ে খেললেন টেবিল টেনিস। তবে টেবিলে নয়। মেঝেতে। শিখরের পরনে ছিল জিতেন্দ্রর মত সাদা পোশাক। আর তাঁর স্ত্রী আয়েশার পরনে কালো পোশাক। দুজনে যেভাবে নাচের ভঙ্গিমা নকল করেছেন তা তারিফ কুড়িয়েছে নেটিজেনদের। অবশ্য এটাই একমাত্র পোস্ট নয়। এর আগেও অন্য পোস্টে সকলকে হাসিয়ে ছেড়েছিলেন ধাওয়ান।

আগে পোস্ট করা একটি ভিডিওতে দেখা যায় ধাওয়ান একটি বাথটবে বসে কাপড় কাচছেন। আর তাঁর স্ত্রী পাশে দাঁড়িয়ে মেকআপে ব্যস্ত। বার বার ধাওয়ান হাত জোড় করে মুক্তি চাইছেন। কিন্তু তাঁর স্ত্রী তাঁকে ছাড়ছেন না। কাপড় কাচতে বাধ্য করছেন। অন্য একটি ভিডিওতে দেখা গেছে ধাওয়ান ব্যস্ত টয়লেট পরিস্কার করতে। আর টয়লেটের বাইরে দাঁড়িয়ে স্ত্রী আয়েশা ব্যস্ত ফোনে। ফোনে মশগুল থাকলে কী হবে হাতে তাঁর একটি ডাণ্ডা। ধাওয়ান কাজে ফাঁকি দিলেই তা তুলে শাসাচ্ছেন তিনি। এমনই কিছু মজার ভিডিও ধাওয়ান আপলোড করার পর তা ভাইরাল হয়ে যায়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk

Recent Posts