Entertainment

চিরনিদ্রায় কাঁটা লাগা গার্ল শেফালি, সলমনের সঙ্গে কেমন ছিল তাঁর সম্পর্ক

৪২ এই চলে গেলেন ভারত কাঁপানো কাঁটা লাগা গার্ল শেফালি জরিওয়ালা। যিনি দেশের বিনোদন দুনিয়ায় ঝড় তোলেন। বিরক্ত সলমনের সঙ্গে একটি সিনেমায় অভিনয়ও করেন।

Published by
News Desk

অকাল প্রয়াণ তো বটেই। মাত্র ৪২ বছর বয়সেই চিরনিদ্রার দেশে চলে গেলেন শেফালি জরিওয়ালা। সেই শেফালি জরিওয়ালা যাঁকে ভারত তাঁর আসল নামে কম, কাঁটা লাগা গার্ল হিসাবে বেশি চেনে। ২০০২ সালে একটি মিউজিক ভিডিও তোলপাড় ফেলে দেয় ভারতে।

তরুণ প্রজন্ম উদ্বেল হয়ে ওঠে সেই গানের যাদুতে। আদপে গানটি একটি পুরনো গানের রিমিক্স। রিমিক্স ও তার সঙ্গে এমন সাহসী মিউজিক ভিডিও ভারতে তার আগে কেউ দেখেননি।

কাঁটা লাগা গানের সঙ্গে শেফালির সেই সাহসী শরীরী ভাষা হইচই ফেলে দেয়। যা একাধারে সমালোচিতও হয়, জনপ্রিয়ও হয়। শেফালিকে চিনে যান দেশের মানুষ কাঁটা লাগা গার্ল হিসাবে। প্রবল পরিচিতি পান তিনি।

সেই সময় তিনি এতটাই জনপ্রিয়তা পান যে অনেক প্রথমসারির অভিনেত্রীর সেই জনপ্রিয়তা ছিলনা। গানে এক প্রচলিত নিয়ম ভাঙা তরুণীর চরিত্র ফুটিয়ে তোলা হয়েছিল। যে সমাজের চিরাচরিত নিয়ম ভাঙা বিদ্রোহী মেয়ে হিসাবে সামনে এসেছিল।

শেফালির সেই কাঁটা লাগা রিমিক্সের রূপকার ছিলেন সেই মিউজিক ভিডিওর ২ পরিচালক রাধিকা রাও এবং বিনয় সাপ্রু। তাঁরা পরবর্তীকালে অনেক হিট সিনেমাও উপহার দিয়েছেন।

কাঁটা লাগা দেখার পর সলমন খান কিন্তু প্রবল বিরক্তি উগরে দিয়েছিলেন তাঁদের কাছে। সাফ জানিয়েছিলেন এই মিউজিক ভিডিও দেশের নৈতিক ভাবনার ওপর আঘাত হানছে। পুরো মিউজিক ভিডিওটি নিয়েই বিরক্ত ছিলেন সলমন খান।

এই ঘটনার ২ বছর পর সলমন খানের একটি সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তি পায়। নাম ছিল মুঝসে শাদি করোগি। সেই সিনেমায় এই কাঁটা লাগা গানটিই ব্যবহৃত হয়েছিল। আর সে গানে অভিনয় করেছিলেন খোদ শেফালি জরিওয়ালাই। সলমনের সঙ্গে সুসম্পর্কও তৈরি হয় তাঁর। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk