Entertainment

পাকিস্তানে বিয়ের আসরে শত্রুঘ্ন, হাসি মুখে তুললেন ছবি

Published by
News Desk

পাকিস্তানের লাহোরে একটি বিয়ের অনুষ্ঠানে হাজির হয়ে তোপের মুখে পড়লেন বলিউড অভিনেতা তথা রাজনৈতিক ব্যক্তিত্ব শত্রুঘ্ন সিনহা। তাঁর সেই বিয়েতে উপস্থিত থাকার ছবি ভাইরাল করে দিয়েছেন ওই বিয়েতেই উপস্থিত এক ফটোগ্রাফার। ভিডিওতে শত্রুঘ্ন সিনহাকে কালো স্যুট ও তাঁর গলায় জড়িয়ে থাকা ট্রেডমার্ক মাফলারে দেখতে পাওয়া গিয়েছে। ভিডিও ও স্টিল ফোটো প্রকাশ্যে আসতেই নেটিজেনদের প্রবল তোপের মুখে পড়েছেন এই বলিউড তারকা।

লাহোরের ওই বিয়ের অনুষ্ঠানে শত্রুঘ্নকে একান্তে পাক অভিনেত্রী রিমা খানের সঙ্গেও দেখা গেছে। গ্রুপ ফোটোতেও উজ্জ্বল উপস্থিতি ছিল শত্রুঘ্ন সিনহার। ঝলমলে বিয়ের সেই আসরের ছবিতে শত্রুঘ্ন কেন গেলেন তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। যেখানে পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্ক তলানিতে ঠেকেছে সেখানে সেই দেশে কোনও বিয়ের আসরে কেন তিনি উপস্থিত ছিলেন তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই।

এক নেটিজেন লিখেছেন ভারতীয় সেনারা যখন দেশকে রক্ষা করার জন্য সীমান্তে গুলি খাচ্ছেন, তখন বলিউড তারকারা তাঁদের পাকিস্তানের সঙ্গে বন্ধুত্ব তুলে ধরছেন। একজন লিখেছেন শত্রুঘ্ন কেন এভাবে পাকিস্তানের একটি বিয়েতে হাজির হলেন? এ প্রশ্ন তাঁকে করা উচিত। যদিও তাঁকে এই প্রশ্ন করলে তো তিনি খামোশ বলবেন। মস্করার মোড়কেই লিখেছেন একজন। প্রসঙ্গত শত্রুঘ্ন সিনহা তাঁর বিভিন্ন সিনেমায় খামোশ শব্দটি ব্যবহার করেছেন নিজস্ব ঢংয়ে। ফলে তাঁর সঙ্গে জড়িয়ে গেছে শব্দটি। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk

Recent Posts