ফাইল : শ্যারন স্টোন, ছবি - আইএএনএস
অভিনেত্রীদের নানা ধরনের অস্বস্তিকর অবস্থার মুখে পড়তে হয়। বিশেষত যখন তিনি অভিনয় জীবনে নিজেকে প্রতিষ্ঠিত করার লড়াই চালাচ্ছেন। এই ঘটনা তেমনই এক তিক্ত অভিজ্ঞতা যা এক সুপারস্টার অভিনেত্রী আজও ভুলে উঠতে পারেননি। তখনও তিনি প্রতিষ্ঠিত হতে পারেননি সিনেমা জগতে।
তখন তিনি তরুণী। আশির দশকের কথা। এক বিখ্যাত প্রযোজনা সংস্থার স্টুডিও এক্সিকিউটিভ তাঁকে ডেকে পাঠান। এত বড় মাপের এক মানুষের সঙ্গে দেখা করতে যাওয়ার আনন্দে তিনি দারুণ পোশাক পরে সেজেগুজে হাজির হন সেখানে।
ঘরে তিনি একটি নিচু সোফায় বসেন। তখন সোফাগুলি নিচুই হত। তিনি কত সুন্দর, আকর্ষণীয় সেই তারিফ করছিলেন ওই আধিকারিক। অভিনেত্রীর তখন মনে হচ্ছিল হয়তো বড় কোনও সুযোগ তিনি পেতে পারেন।
এভাবে কথা চলতে চলতে ওই ব্যক্তি তাঁর একদম সামনে এসে দাঁড়ান। তারপর আচমকাই নিজের প্যান্টের চেন খুলে ব্যক্তিগত অঙ্গটি তাঁর সামনে বার করে দেন। তাঁর ঠিক মুখের সামনে এমন কিছু দেখে কি করবেন বুঝে উঠতে পারছিলেননা বেসিক ইন্সটিংক্ট, ক্যাসিনো খ্যাত অভিনেত্রী শ্যারন স্টোন।
তিনি এই অবস্থায় হাসতে শুরু করেন। আবার হাসির সঙ্গে কাঁদতেও থাকেন মাঝেমাঝে। আর সেই হাসি ও কান্না চলতেই থাকে। তিনি নিজেকে থামাতেই পারছিলেননা।
তাঁর এমন কাণ্ড দেখে কিছু বুঝে উঠতে না পেরে ওই ব্যক্তি তাঁর ব্যক্তিগত অঙ্গটি ফের প্যান্টে পুরে ওই চেম্বারটি থেকে বেরিয়ে যান। পরে ওই ব্যক্তির সহকারী এসে শ্যারন স্টোনকে ঘর থেকে বার করে নিয়ে যান। একটি পডকাস্টে কথা বলার সময় এই অভিজ্ঞতার কথা জানান হলিউড সুপারস্টার শ্যারন স্টোন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা