Entertainment

বিশ্ব সিনেমার বিখ্যাত মঞ্চে কুমার শানুর মেয়ে, গর্বিত বঙ্গবাসী

বিশ্ব সিনেমার অন্যতম মঞ্চ হিসাবে কান চলচ্চিত্র উৎসবকে ধরা হয়। সেই মঞ্চে পৌঁছে গেলেন কুমার শানুর মেয়ে। অবশ্যই বাঙালির জন্য এটা গর্বের।

সিনেমা জগতের মানুষের কাছে পুরস্কার হিসাবে যেমন অস্কার একটা স্বপ্ন। তেমন কান ফিল্ম ফেস্টিভালে পৌঁছনোটাও একটা স্বপ্ন। বিশ্বে অনেক চলচ্চিত্র উৎসবই অনুষ্ঠিত হয়। কলকাতাতেও হয়। কিন্তু কান কেবলই একটা ফিল্ম ফেস্টিভাল নয়, তা একটা চলমান ইতিহাস।

বিশ্ব সিনেমার সেই স্বপ্নের মঞ্চে জায়গা পেতে চলেছেন কুমার শানুর মেয়ে শ্যানন কে। শ্যানন কে নিজেও বাবার মতই এক গায়িকা। সেই সঙ্গে তিনি একজন অভিনেত্রীও। তিনি ২০২৫ সালের কান ফিল্ম ফেস্টিভালে যেতে চলেছেন ‘তনভি দ্যা গ্রেট’ সিনেমা-র বাকি অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে।


প্রসঙ্গত তনভি দ্যা গ্রেট অনুপম খেরের জীবনে এক নতুন অধ্যায়। এই সিনেমার হাত ধরেই অভিনেতা অনুপম ফিরতে চলেছেন পরিচালকের ভূমিকায়। এবার দ্বিতীয়বার।

কুমার শানুর মেয়ে শ্যানন কে এই সিনেমায় একটি গান গেয়েছেন। যে গানে সুর দিয়েছেন আরআরআর সিনেমার জন্য অস্কার জয়ী সুরকার এমএম কিরাভানি।


একদিকে পরিচালক হিসাবে অনুপম খের, অন্যদিকে সুরকার হিসাবে কিরাভানি, এক প্রতিভাখচিত সিনেমার অংশ হতে পেরে তিনি যে সম্মানিত তা মেনে নিতে দ্বিধা করেননি শ্যানন কে।

তনভি দ্যা গ্রেট সিনেমাটির ওয়ার্ল্ড প্রিমিয়ার হতে চলেছে কান ফিল্ম ফেস্টিভালে। অবশ্যই এটাও এই সিনেমার জন্য এক বড় প্রাপ্তি। সেই ২০০২ সালে অনুপম খের পরিচালক হিসাবে প্রথমবারের জন্য সামনে এসেছিলেন। তৈরি করেছিলেন ‘ওম জয় জগদীশ’। তারপর দীর্ঘ সময় পার করে ফের ২০২৫ সালে তিনি পরিচালক হিসাবে সামনে এলেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button