World

নাটকীয়ভাবে টোল প্লাজায় গ্রেফতার প্রাক্তন পাক প্রধানমন্ত্রী

Published by
News Desk

আগেই গ্রেফতার হয়েছেন পাকিস্তান মুসলিম লিগ নওয়াজের প্রধান তথা পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। এবার তাঁরই দলের অন্য নেতা তথা প্রাক্তন পাক প্রধানমন্ত্রী শাহিদ খাকান আব্বাসিকেও গ্রেফতার করল পুলিশ। খাকানের বিরুদ্ধে লিকুইফায়েড ন্যাচারাল গ্যাস বা এলএনজি দুর্নীতির অভিযোগ রয়েছে। তাঁর বিরুদ্ধে অভিযোগ যে এলএনজি নিয়ে একটি টেন্ডারে তিনি একটি সংস্থাকে ২২০ বিলিয়ন টাকার বরাত পাইয়ে দেন। যে সংস্থাকে তিনি এই বরাত পাইয়ে দেন সেই সংস্থার তিনি নিজেও একজন শেয়ার হোল্ডার।

বৃহস্পতিবার শাহিদ খাকান আব্বাসি একটি সাংবাদিক সম্মেলনে যাচ্ছিলেন। লাহোরের থেকে একটু দূরে একটি টোল প্লাজায় তাঁর গাড়ি দাঁড়িয়েছিল। তাঁর সঙ্গে ছিলেন পাকিস্তান মুসলিম লিগ নওয়াজের আর এক নেতা। সেই সময় আচমকাই তাঁর গাড়ি ঘিরে ফেলা হয়। তারপর পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রীকে গ্রেফতার করা হয় সেখান থেকেই। যদিও তাঁকে এভাবে গ্রেফতার করা যায়না বলে দাবি করে কিছুক্ষণ গ্রেফতারি এড়ানোর চেষ্টা চালান খাকান। কিন্তু তাতে আখেরে লাভ কিছু হয়নি।

পাকিস্তানের ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো শাহিদ খাকান আব্বাসিকে গ্রেফতার করেছে। তারা জানিয়েছে তলব করা সত্ত্বেও তাদের সঙ্গে দেখা করেননি আব্বাসি। যার ফলেই এই গ্রেফতারি। আব্বাসির গ্রেফতারির খবর ছড়াতেই পিএমএলএন কর্মী সমর্থকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। বেশ কয়েক জায়গায় বিক্ষোভও দেখানো হয়। তবে তা উল্লেখযোগ্য কিছু ছিলনা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk

Recent Posts